চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশ-বিজিবির ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপির কর্মীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটালে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। এতে দুই সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়। রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মৌলভীপুকুর পাড় এলাকায় এ সংঘর্ষ চলে।
জানা যায়, রোববার সকালে বিএনপির কর্মীরা ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিএনপির কর্মীদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশও পাল্টা টিয়ারশেল ছোড়ে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা চালায়। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় বিএনপির নেতাকর্মীরা।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির কয়েকশ নেতাকর্মী ফের জড়ো হয়ে মৌলভীপুকুর পাড়ে অবস্থানরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে কিছুটা পিছু হটে পুলিশ পাল্টা ধাওয়া দেয় ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। এরপর র্যাব ও বিজিবির টহলদল ঘটনাস্থলে পৌঁছে।
এ সময় বিএনপির নেতাকর্মীরা চারদিক থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির সাঁজোয়া যান ঘটনাস্থলে আসে। সেনাবাহিনীর দুইটি টহল দলকেও আনা হয়। এতে পিছু হটে বিএনপির নেতাকর্মীরা। এ সময় র্যাবের একটি গাড়ি ভাঙচুর করে বিএনপির কর্মীরা। পরে ঘটনাস্থলে জলকামানসহ অতিরিক্ত বিজিবি ও র্যাব মোতায়েন করলে পরিস্থিতি শান্ত হয়ে আসে।
এদিকে এ সংঘর্ষে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের সভাপতি ও চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র ক্যামেরাপার্সন শফিক আহমেদ সাজীব এবং চ্যানেল টোয়েন্টিফোরের অ্যাসিসটেন্ট ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার লিখন রায় সহ বেশকয়েকজন আহত হয়। সাজীব হাতে পায়ে এবং কোমরে ও লিখন মুখে আঘাত পায়।