শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র, ১৪৩২, ২৮ সফর, ১৪৪৭

টাকা বিলিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ভোটারদের নির্বাচন বিমুখ করছে ছালাম

চট্টগ্রাম-৮ আসনের ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী ভোটের দুই দিন আগে বিপক্ষ প্রার্থী আবদুস ছালামের বিরুদ্ধে টাকা বিলিয়ে এবং ভয়ভীতি প্রদর্শন করে ভোটারদের নির্বাচন বিমুখ করার অভিযোগ করেছেন।

এসময় তিনি এই আসনের (বোয়ালখালী-চান্দগাঁও) পোপাদিয়া, সরোয়াতলী ও আমুচিয়া ইউনিয়নের তিন চেয়ারম্যানের বিরুদ্ধে সংখ্যালঘু ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এসময় বোয়ালখালী-চান্দগাঁও আসনের আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য নোমান আল মাহমুদ, সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরীর নির্বাচনী সমন্বয়কারী আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আমরা আগামী ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রতীক্ষায় ছিলাম। কিন্তু গত দু’দিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একজন প্রার্থীর পক্ষ নিয়ে বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউপির জসিম, সরোয়াতলীর বেলাল ও আমুচিয়ার কাজল চেয়ারম্যান তাদের লোকজন দিয়ে এলাকার সংখ্যালঘু ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে নানা প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করছেন।

ভোটারদের বলা হচ্ছে, ভোটকেন্দ্রে গেলে তাদের কাছ থেকে বয়স্ক ও বিধবা ভাতাসহ ভর্তুকি মূল্যে নিত্যপণ্য কেনার সরকারি সুবিধাভোগী টিসিবির কার্ড কেড়ে নেয়া হবে। আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে এসব বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, নির্বাচনী এলাকায় বহিরাগত নিয়ে মহড়া দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। চট্টগ্রাম নগরে ও বোয়ালখলীর একটি কমিউনিটি সেন্টার গরু জবাই করে মেজবানি খাওয়ানোর অভিযোগ তুলেন বিজয় কুমার চৌধুরী। সেখানে শতাধিক মানুষকে মেজবানি খাওয়ানো হয়েছে। এতে আচরণবিধির চরম লঙ্গন হচ্ছে। ইউএনওকে অভিযোগ করার পরও প্রশাসনিক কোন পদক্ষেপ নেননি তিনি।

নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্রের সামনে লাগানো ফুলকপি প্রতীকের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। সমর্থকদের মারধরসহ নানা হুমকি-ধামকিও দেওয়া হচ্ছে।

এছাড়া প্রিজাইডং অফিসার নির্বাচনের সময় আব্দুল মান্নান টিটুও উপর হামলা হয়। তিনি এখনও নগরের জিইসি মোড়ের মেডিক্যাল সেন্টার হাসপাতলে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার হয়নি আসামি।

সংবাদ সম্মেলনে বোয়ালখালী-চান্দগাঁও আসনের আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেন, এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার কোনও প্রার্থী নেই। তাই আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যাকে সবচেয়ে যোগ্য মনে করেছি তাকে সমর্থন দিয়েছি। আমাদের বিবেচনায় বিজয় কুমার চৌধুরী সবচেয়ে যোগ্য প্রার্থী। কিন্তু গত দুদিন ধরে তিনটি ইউনিয়নের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোটারদের নিয়ে যা ঘটছে তা কাম্য হতে পারে না।

তিনি বলেন, একজন প্রার্থী স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভার আড়ালে মেজবানি খাওয়া-দাওয়ার আয়োজন করে নির্বাচনী আচরণবিধিকে প্রশ্নবিদ্ধ করেছেন। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করার পরও কোনও ধরনের আইনি ব্যবস্থা নেয়া হয়নি। যা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে বড় অন্তরায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হলেন পূর্বকোণ সম্পাদক ডা. রমিজ

প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরীসহ ১২ জন বিশিষ্ট ব্যক্তি। সোমবার (২৮ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে

বিস্তারিত »

বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ বীর প্রতীক এর মৃত্যুতে গভীর

সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতে

বিস্তারিত »

ফারুক-ই-আজম বীর প্রতীক : জাতীয় বীর থেকে জাতীয় উপদেষ্টা

৭১-এর ১৫ আগস্ট রাতে চট্টগ্রাম বন্দরে কেয়ামত নেমে এসেছিলো। সে রাতে মুক্তিবাহিনীর নৌ কমান্ডোরা বন্দরে অবস্থানরত পাকিস্তানি জাহাজগুলিতে মাইন লাগিয়েছিলো এবং বিকট শব্দে সেগুলি একের

বিস্তারিত »

আলবিদা ২০২৪

২০০৭ সালে মুক্তি পাওয়া লাইফ ইন এ মেট্রো ছবির আলবিদা শিরোনামের গানের লাইন এটি। (উল্লেখ্য বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী জেমসের গাওয়া)। সত্যিই তো আর মাত্র

বিস্তারিত »

‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না’

সংস্কারের কারণে দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয়

বিস্তারিত »

সচিবালয়ে প্রবেশ: সাময়িক অসুবিধায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চায় সরকার

সচিবালয়ে প্রবেশ ইস্যুতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে সরকার। শনিবার (২৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভয়াবহ

বিস্তারিত »

স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ গৃহবধূ নাজমা আর নেই

চন্দনাইশে স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ গৃহবধূ নাজমা মারা গেছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমা মারা যায়

বিস্তারিত »

হাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলব

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সেই সঙ্গে

বিস্তারিত »

জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় স্থগিত

২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছিল হাই কোর্ট। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত

বিস্তারিত »