মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক, ১৪৩২, ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৭

টাকা বিলিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ভোটারদের নির্বাচন বিমুখ করছে ছালাম

চট্টগ্রাম-৮ আসনের ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী ভোটের দুই দিন আগে বিপক্ষ প্রার্থী আবদুস ছালামের বিরুদ্ধে টাকা বিলিয়ে এবং ভয়ভীতি প্রদর্শন করে ভোটারদের নির্বাচন বিমুখ করার অভিযোগ করেছেন।

এসময় তিনি এই আসনের (বোয়ালখালী-চান্দগাঁও) পোপাদিয়া, সরোয়াতলী ও আমুচিয়া ইউনিয়নের তিন চেয়ারম্যানের বিরুদ্ধে সংখ্যালঘু ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও করেছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এসময় বোয়ালখালী-চান্দগাঁও আসনের আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য নোমান আল মাহমুদ, সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরীর নির্বাচনী সমন্বয়কারী আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আমরা আগামী ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রতীক্ষায় ছিলাম। কিন্তু গত দু’দিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একজন প্রার্থীর পক্ষ নিয়ে বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউপির জসিম, সরোয়াতলীর বেলাল ও আমুচিয়ার কাজল চেয়ারম্যান তাদের লোকজন দিয়ে এলাকার সংখ্যালঘু ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে নানা প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করছেন।

ভোটারদের বলা হচ্ছে, ভোটকেন্দ্রে গেলে তাদের কাছ থেকে বয়স্ক ও বিধবা ভাতাসহ ভর্তুকি মূল্যে নিত্যপণ্য কেনার সরকারি সুবিধাভোগী টিসিবির কার্ড কেড়ে নেয়া হবে। আমরা গণমাধ্যম কর্মীদের মাধ্যমে এসব বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, নির্বাচনী এলাকায় বহিরাগত নিয়ে মহড়া দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। চট্টগ্রাম নগরে ও বোয়ালখলীর একটি কমিউনিটি সেন্টার গরু জবাই করে মেজবানি খাওয়ানোর অভিযোগ তুলেন বিজয় কুমার চৌধুরী। সেখানে শতাধিক মানুষকে মেজবানি খাওয়ানো হয়েছে। এতে আচরণবিধির চরম লঙ্গন হচ্ছে। ইউএনওকে অভিযোগ করার পরও প্রশাসনিক কোন পদক্ষেপ নেননি তিনি।

নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্রের সামনে লাগানো ফুলকপি প্রতীকের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। সমর্থকদের মারধরসহ নানা হুমকি-ধামকিও দেওয়া হচ্ছে।

এছাড়া প্রিজাইডং অফিসার নির্বাচনের সময় আব্দুল মান্নান টিটুও উপর হামলা হয়। তিনি এখনও নগরের জিইসি মোড়ের মেডিক্যাল সেন্টার হাসপাতলে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার হয়নি আসামি।

সংবাদ সম্মেলনে বোয়ালখালী-চান্দগাঁও আসনের আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেন, এই আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার কোনও প্রার্থী নেই। তাই আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যাকে সবচেয়ে যোগ্য মনে করেছি তাকে সমর্থন দিয়েছি। আমাদের বিবেচনায় বিজয় কুমার চৌধুরী সবচেয়ে যোগ্য প্রার্থী। কিন্তু গত দুদিন ধরে তিনটি ইউনিয়নের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোটারদের নিয়ে যা ঘটছে তা কাম্য হতে পারে না।

তিনি বলেন, একজন প্রার্থী স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভার আড়ালে মেজবানি খাওয়া-দাওয়ার আয়োজন করে নির্বাচনী আচরণবিধিকে প্রশ্নবিদ্ধ করেছেন। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করার পরও কোনও ধরনের আইনি ব্যবস্থা নেয়া হয়নি। যা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে বড় অন্তরায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

মাজার-দরবারে যে হামলা হয়েছে তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে

মাজার-দরবারে যে হামলা হয়েছে তা যে কোনো মূল্যে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, সহিংসতা বন্ধ

বিস্তারিত »

বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে

একতরফা সিদ্ধান্ত ও দ্বিপক্ষীয় সম্পর্কে বৈষম্যমূলক আচরণের ফলে বিশ্বে উত্তেজনা বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৮০তম

বিস্তারিত »

সৌদি ওমরাহতে যাওয়ার আগে রিটার্ন টিকিট বাধ্যতামূলক করলো

এখন থেকে সৌদি আরবে ওমরাহ করতে গেলে রিটার্ন টিকিট কাটতে হবে ও যাত্রার সময় চেক-ইন কাউন্টারে ফিরতি টিকিট দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় যাত্রীকে বোর্ডিং

বিস্তারিত »

বাজারে কিছুটা স্বস্তি এনেছে শীতের সবজি, কমছে ডিমের দামও

পুরোদমে শীতের আবহ এখনো তৈরি না হলেও এরইমধ্যে বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন শাক-সবজির। যে কারণে গত সপ্তাহের তুলনায় সবজির দামে স্বস্তি ফিরেছে। গত সপ্তাহের তুলনায়

বিস্তারিত »

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের বন্দর থানার এলাকা থেকে শামীম মাসুদ (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত  রোববার (১৯ অক্টোবর) থানার বে-টার্মিনাল এলাকা থেকে

বিস্তারিত »

শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে দাবি না মানলে বুধবার পদযাত্রা ঘোষণা

  অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চলতি বছরের ২৮ জানুয়ারি সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ মোট পাঁচটি দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী

বিস্তারিত »

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র 

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমি চাই চট্টগ্রাম হোক একটি ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি, যেখানে সব ধর্ম, বর্ণ ও

বিস্তারিত »

চট্টগ্রামে পৌঁছেছে ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর লাশ

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের মরদেহ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গত শনিবার (১৮ অক্টোবর)

বিস্তারিত »

আজকের কন্যাশিশু ভবিষ্যতের নোবেল বিজয়ী

একসময় কন্যা শিশুকে পরিবারে বোঝা মনে করা হতো। কন্যা শিশু জন্ম নিলে মানুষের মুখে ফুটে উঠতো অসন্তুষ্টি। তবে সময়ের সঙ্গে এই কন্যাশিশুরাই বড় হয়ে নিজ

বিস্তারিত »