বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ও চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে একতারা প্রতীকের প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী বলেছেন, কিছু সন্ত্রাসী ভোটের পরিবেশ নষ্ট করতে চাইছে। এসব সন্ত্রাসীর বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
মঙ্গলবার(২ জানুয়ারি) ফটিকছড়ির সমিতিরহাট, সুয়াবিল, হারুয়ালছড়ির বিভিন্ন স্থানে গণসংযোগ এবং পথসভায় এসব কথা বলেন তিনি।
সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী বলেন, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। আমাদের ভোটের অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে সেজন্য সবাইকে ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।
তিনি বলেন, বিগত দিনে ফটিকছড়িতে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। যারা নেতৃত্বে ছিল তারা ব্যর্থ। আমি নির্বাচিত হলে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রতিযোগিতায় যুগের সাথে যাতে ফটিকছড়ির যুবকরা টিকে থাকতে পারে সেই উদ্যোগ গ্রহণ করা হবে। ফটিকছড়িকে আধুনিক রুপে গড়ে তোলা হবে।
এসময় উপস্থিত ছিলেন বিএসপির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি এসএম সাহাব উদ্দিন, উপজেলা শাখার সভাপতি মো. মঞ্জু, আবুল কাসেম তালুকদার প্রমুখ।