চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়নহাট ইউনিয়নের পাহাড়বেষ্টিত প্রত্যন্ত অঞ্চল হরিণমারা কুম্ভা রাম ত্রিপুরা পল্লী। এ অঞ্চলের ত্রিপুরা এবং বাঙালি এক হাজার সুবিধাভোগী মানুষের মাঝে শীতবস্ত্র এবং শিক্ষাসামগ্রী বিতরণ করেছে ওয়ার্ম লাভ ২৩ চট্টগ্রামের এসএসসি ২০০২, এইচএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থীরা।।
শনিবার (৩০ ডিসেম্বর) ত্রিপুরা পল্লীতে শীতবস্ত্র এবং শিক্ষা সামগ্রী বিতরণের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওই ব্যাচের শিক্ষার্থী মোজাম্মেল হক অপু। বিশেষ অতিথি ছিলেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান, নারায়ণহাট ইউপির চেয়ারম্যান মো. আবু জাফর মাহমুদ, সাজেদা আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও আমেরিকা প্রবাসী মো. আনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন গ্রুপ মেম্বার অর্ণন বড়ুয়া, ফয়সাল, অভি, আরিফ রনি, জিকু চৌধুরী, ইয়াছিন, জনি, শীলা, তাহের, সরোয়ার, সোহাগ, সাইদ, এলিট প্রমুখ।
শীতবস্ত্র এবং শিক্ষাসামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, এ শীতবস্ত্র এবং শিক্ষাসামগ্রী প্রত্যন্ত অঞ্চলের অসহায় গরিব মানুষদের জন্য প্রয়োজনীয় পাওয়া। ওয়ার্ম লাভ ২৩ চট্টগ্রাম এর এসএসসি ২০০২, এইচএসসি ২০০৪ ব্যাচ বাংলাদেশের এ মহৎ কাজকে ধন্যবাদ জানাই। তারা সামনে আরো বৃহত্তর পরিসরে এ আয়োজন করবে বলে আশাবাদী।