চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব আহমদ খলিল খাঁন আর নেই। রোববার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রাজধানী ঢাকার বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহে ওয়াইন্না ইলাইহির রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর চকবাজার কাপাসগোলা সিটি কর্পোরেশন গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে তার গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ জামে মসজিদ প্রাঙ্গণে বাদে আসর ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব আহমদ খলিল খাঁন এর মৃত্যুতে তাঁর পরিবার-পরিজনের মত আমরাও গভীরভাবে সমব্যাথী। একজন দক্ষ সংগঠক হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’কে সাংগঠনিকভাবে মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে তিঁনি অসামান্য অবদান রেখেছেন।
দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাত নসীব ও শোকাহত পরিবারবর্গকে ধৈর্য্য ধারনের ক্ষমতা দান করেন। আমরা আলহাজ্ব আহমদ খলিল খাঁন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার বর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
আহমদ খলিল খান বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পাঠানপাড়ার মরহুম হাজী মো. দেলাল খানের ছেলে। তিনি গত ১৫ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়।