চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা আমিন কলোনি থেকে ৬২টি চোরাই মোবাইলসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে আমিন টেক্সটাইলের উত্তর পাশের ফুটপাত থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো— রবিশালের কোতোয়ালী থানাস্থ কাশিপুর গাজীবাড়ির মো. আলমগীরের পুত্র মো. শামীম (২৮)ও একই এলাকার মো. সুমন (২৫), নোয়াখালীর সুধারাম থানার লামসি মিস্ত্রীবাড়ির মো. আবুল বশরের পুত্র বেলাল হোসেন (৩২) এবং ও বাযেজিদের আমিন কলোনীর লিটন জমিদারের বাড়ির মৃত মো. মাহফুজুর রহমানের ছেলে মো. জসিম (৪৮)।
এদের মধ্যে মো. শামীম ও মো. সুমন বর্তমানে বায়েজিদ থানার চা বোর্ড মাঠস্থ শান্তিনগর হাবিব জমিদার বাড়ির এবং বেলাল হোসেন একই থানার জাঙ্গালপাড়ার সিরাজের বাড়ির ভাড়াটিয়া।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)এডিসি (পিআর) স্পিনা রানী প্রামাণিক এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরের বায়েজিদ থানার আমিন টেক্সটাইলের রাস্তার পাশের ফুটপাতে থেকে চোরাই মোবাইল বেচা-কেনা করার সময় চার জনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৬২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।