খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে দীঘিনালা উপজেলা প্রশাসনে উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।
সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. কাশেম। এর পর পায়রা এবং বেলুন উড়িয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদসহ অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে পুলিশ, আনসার, রোভার ও গার্লস গাইডসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মুহাম্মদ আবুল হাসনাত খাঁন, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এনামুল হকসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সর্বস্তরের জনগণ ।
এর আগে, দিবসটি উপলক্ষে শনিবার সকালে দীঘিনালা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ , উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের পক্ষ হতে জাতির সূর্যসন্তানদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।