চট্টগ্রামের হাটহাজারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে স্হানীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন স্বরূপ পুস্প স্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মসিউজ্জামান।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ এবং সর্বশেষ স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে শহীদ বুদ্ধিজীবী আদর্শকে অন্তরে লালন করতে হবে। এতে করে শহীদ বুদ্ধিজীবী, শহীদ মুক্তিযোদ্ধাদের স্বপ্ন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ প্রতিষ্ঠার কাজ সহজ হবে।
সভায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক আবু রায়হান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ওসি (তদন্ত) নূরুল আলম, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ডেপুটি কমান্ডার মোহাম্মদ হোসেন মাস্টার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক মাইদুজ্জামান, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথ।
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে হাটহাজারী কলেজ চত্বরে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে হাটহাজারী প্রেস ক্লাব ।