চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় মাদক বহনে জড়িত থাকার দায়ে মো. খালেদ মোশারাফ (৪৩) ও মোহাম্মদ ইলিয়াছ (৩১) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্ধ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (৬ ডিসেম্বর) রাত পৌনে আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ পৌরসভার পক্ষিমারা ব্রিজের দক্ষিণ মাথার পাকা রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো. খালেদ মোশারাফ কক্সবাজার সদর থানার ভারুয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড চান্দুর পাড়া এলাকার মৃত মো. মোফাচ্ছেরের ছেলে ও মোহাম্মদ ইলিয়াছ কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প নং-৮-ই, ব্লক নং-বি ৩৩, বালুখালী-১ এলাকার শামশু নুরের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম। তিনি বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কাল বৃহস্পতিবার আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।