‘প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করবে এসডিজি অর্জন’ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা, পুরস্কার ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ সোলায়মান ফারুকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ. দা) দেলোয়ার হোসাইন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, পৌর কাউন্সিলর শিরিন আক্তার, সঞ্চিতা বড়ুয়া, অমিত দেবনাথ, সেলিনা আকতার, আবু সাঈদ চৌধুরী, শফিউল আযম প্রমুখ।