ড. আবু ইউসুফ আলম নাগরিক শোকসভা কমিটি, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. আবু ইউসুফ আলমের ১৩ তম মৃত্যুবাষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা নগরের দোস্ত বিল্ডিংস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত এ স্বরণসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, অধ্যাপক ড. আবু ইউসুফ আলম ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে কাজ করেন। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর ছিলেন তিনি। বাঙালি জাতিসত্ত্বার বিকাশ ঘটাতে তিনি নতুন সমাজ বিনির্মাণ করার সংগ্রামে জীবনভর শিক্ষকতার মত মহৎ পেশা বেছে নিয়েছিলেন। মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশ গড়তে আমৃত্যু তিনি ছিলেন অবিচল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে আমৃত্যু কাজ করে গেছেন সাবেক উপাচার্য আবু ইউসুফ আলম। বিশ্ববিদ্যালয়কে সেশনজট মুক্ত করতে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সেতুবন্ধন রচনা করেন তিনি।
তিনি আরও বলেন, অধ্যাপক ড. আবু ইউসুফ ছিলেন অত্যন্ত প্রাজ্ঞ, জ্ঞানী, নির্লোভ, নিরহংকারী, সদা হাস্যোজ্জ্বল, বন্ধু বৎসল সর্বোপরি সকল মহলের কাছে গ্রহণযোগ্য আপাদমস্তক একজন সাদা মনের মানুষ। এ গুণী শিক্ষক মানুষকে আপন করে নিতে পারতেন। উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামো উন্নয়নে তিনি যা অবদান রেখে গেছেন চট্টগ্রামবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তৈয়বের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রাশেদ, প্রফেসর ড. সেকান্দর চৌধুরী, প্রফেসর ড. আহসান উল্লাহ, কাজল কান্তি দাশ, মোহাম্মদ ইদ্রিস, মো. জমিল, মহিউদ্দিন হায়দার, রমিজ উদ্দিন আহমদ, অধ্যাপক তৌহিদুল ইসলাম, অধ্যাপক মিশকাতুল মুমু, কিরণ লাল আচার্য, মনোরঞ্জন বিশ্বাস, এম নুরুল হুদা, শামসুল হুদা।