বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে চট্টগ্রাম নগরে। চকবাজার, বাদুরতলাসহ বেশকিছু জায়গায় পানি উঠায় ভোরে ঘর থেকে বের হয়ে বিপাকে পড়েছেন এসব এলাকার কর্মজীবী মানুষ। খাল ও নালাগুলো পরিষ্কার না করায় শীতকালেও জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হাঁটু ও কোমর সমান পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চলের সড়ক ও অলিগলির রাস্তাসমূহ। এতে চরম দুর্ভোগে নেমে এসেছে জনজীবনে। কর্মজীবীদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। জলাবদ্ধতার এই দৃশ্য দেখেই মনে হবে বর্ষাকালের মতো মুষলধারে বৃষ্টি হয়েছে। কিন্তু না, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তাতেই ডুবেছে চট্টগ্রাম নগরের বেশকিছু এলাকা।
খাল ডুবে ময়লা আবর্জনা উপচে ছড়িয়ে পড়েছে সড়কে। পানিতে তলিয়ে গেছে অলিগলি। বাসাবাড়ি ও বহুতল ভবনে নিচেও পানি। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান পানি উঠায় বন্ধ বেচাকেনা।
পানি ঢুকে বন্ধ হয়ে গেছে অনেক পরিবহনের। আয় কমে বিপাকে রিকশা ও সিএনজি চালকরা।
চট্টগ্রামের নগরের জলাবদ্ধতা নিরসনে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। যার মধ্যে ৩৬ খাল ও নালা খনন রয়েছে। আছে খালের মুখে স্লুইস গেইট নির্মাণ। তারপরও সুফল মিলছে না নগরবাসীর।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’র অগ্রভাগ শুক্রবার (১৭ নভেম্বর) বাংলাদেশের উপকূল ছুঁয়েছে। এটি মোংলা ও পায়রা উপকূল দিয়ে অতিক্রম করতে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে বাতাসের গতি বেড়ে গেছে। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।