চট্টগ্রামের প্রকাশনা শিল্পের একমাত্র সংগঠন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ২য় বার্ষিক সাধারণ সভা (এজিএম) রোববার (২৯ রোববার) সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলানায়তনে বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক আলী প্রয়াসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, শিশুসাহিত্যিক রাশেদ রউফ, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মুহাম্মদ শামসুল হক।
অনুষ্ঠানে বিগত অর্থবছরে পরিষদের সদস্য ও পরিবারবর্গের যে সকল সদস্য পরলোকগমন করেছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও শোক প্রকাশ করা হয়। পরে গত বছরের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক আলী প্রয়াস। আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক সোহেল রানা।
সভায় বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে প্রকাশক নির্দেশিকা ও গঠনতন্ত্র প্রকাশিত এবং ২০২২-২৩ সালের প্রতিবেদন ও আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপনের উপর আলোচনা করা হয়। সভাপতি সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উত্থাপিত প্রস্তাবের প্রেক্ষিতে বক্তব্য প্রদান রাখেন জামাল উদ্দিন, রেহেনা চৌধুরী, মিজানুর রহমান শামীম, গোফরান উদ্দিন টিটু, মুহাম্মদ নুরুল আবসার, ড. শিব প্রসাদ শূর, আবু নাছের মুহাম্মদ তৈয়্যব আলী, আখতারুল ইসলাম, মো. সাহাব উদ্দীন হাসান বাবু, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মাদ মোখতার হোছাইন সিকদার প্রমুখ।
আলোচকরা প্রকাশনাশিল্পের অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করে বলেন, প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ তার সামর্থ্য অনুযায়ী চট্টগ্রামের প্রকাশনাশিল্পকে এগিয়ে নেয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতে পরিষদের সকলের সহযোগিতায় তার কার্যক্রম আরও সুচারুরূপে পালন করতে সক্ষম হবে।
এছাড়াও আসন্ন অমর একুশে বইমেলা-চট্টগ্রামকে সফল করার ক্ষেত্রে প্রকাশক পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ বিবেচনা করে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের বিশিষ্ট মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মুহাম্মদ শামসুল হকে বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শেষে নগরের স্থানীয় এক রেস্টুরেন্টে ডিনার পার্টির আয়োজন করা হয়।