পদ্মা সেতুর পর এবার বাংলাদেশের ইতিহাসে উদ্বোধন হতে যাচ্ছে বিস্ময়কর “বঙ্গবন্ধু টানেল”। যেটি দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম টানেল। উদ্বোধনের সেই মাহেন্দ্রক্ষণ হচ্ছে শনিবার (২৮ অক্টোবর)।
চট্টগ্রামবাসীর আরেকটি বড় স্বপ্নের দ্বার খুলছে আজ। এই উৎসবমুখর টানেল, যোগাযোাগের অত্যাধুনিক নান্দনিক টানেল এর শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষ এই সময়টাতে গান করবেন দক্ষিণ চট্টগ্রামের সন্তান জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী। গাইবেন চট্টগ্রামের তুমুল জনপ্রিয় আঞ্চলিক গান।
একদিকে আনন্দ মুখরতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেল উদ্বোধন করবেন, অন্যদিকে রবি চৌধুরীসহ অনেক শিল্পীর গানে মুখরিত হবে চট্টগ্রামবাসী।
বিশেষ এই মুহূর্তটা চট্টগ্রামের উন্নয়নের ইতিহাসে সাফল্যের উচ্চতায় লেখা থাকবে সবসময়। এরইমধ্যে সবধরনের আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা যায়।