রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কমান্ডারসহ ৩৪ কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করছে ইউক্রেন। শুক্রবার মস্কোর দখলে থাকা ক্রিমিয়ার সেভাস্তোপোলে নৌবহরের সদর দপ্তরে এই হামলা চালানো হয়। খবর আল জাজিরা
ইউক্রেনের স্পেশাল ফোর্স বলেছে, কৃষ্ণসাগরীয় নৌবহরের কমান্ডারসহ ৩৪ কর্মকর্তা নিহত হয়েছেন এবং এতে ১০৫ জন আহত হয়েছে।
ইউক্রেনের দাবি অনুসারে নিহত কমান্ডারের নাম অ্যাডমিরাল ভিক্টর সকোলোভ।
ইউক্রেনের পক্ষ থেকে রুশ নৌবহরের কমান্ডার নিহতের দাবি করা হলেও এ নিয়ে কোনো মন্তব্য করেনি রুশ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া ওই কর্মকর্তার মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করতে পারেনি বার্তাসংস্থা রয়টার্স।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের হামলায় এক সেনা নিখোঁজ রয়েছেন। যদিও মন্ত্রণালয় শুরুতে একজন নিহতের খবর জানিয়েছিল। পরে অবশ্য নিখোঁজের কথা জানানো হয়। এ হামলা চলাকালে পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে বিমানবাহিনী।
২০১৪ সালে ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়া দখল করে রাশিয়া। এখানে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহর মোতায়েন রয়েছে। মস্কোর এই দখলকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। রুশ সেনাদের দখল থেকে ভূখণ্ডটি পুনরুদ্ধারের অঙ্গীকারের কথা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।