চট্টগ্রামের মিরসরাইয়ের কৃতি সন্তান রাঙ্গামাটিতে প্রতিষ্ঠিত প্রবীণ সাংবাদিক দৈনিক ইত্তেফাক পত্রিকার রাঙ্গামাটি জেলা প্রতিনিধি, দৈনিক গিরিদর্পণ ও বনভূমি পত্রিকার সম্পাদক মকছুদ আহম্মদের মাতা জমিলা খাতুনের (১০০) মৃত্যু হয়েছে। (ইন্না—- রাজিউন) সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের শেখটোলা গ্রামের জামাল উল্লাহ মিস্ত্রী বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালীন শতবর্ষী জমিলা খাতুন প্রতিষ্ঠিত ৩ পুত্র ও ১ কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার একসন্তান আমেরিকা প্রবাসী, এক সন্তান চাকরিজীবী ও এক সন্তান মকছুদ আহম্মদ খেতাব প্রাপ্ত প্রতিষ্ঠিত একজন সাংবাদিক। তার এক কন্যা মিরসরাইয়ের ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাহেরের স্ত্রী।
রত্নাগর্ভা সাংবাদিক মাতার মৃত্যুতে রাঙ্গামাটি প্রেসক্লাব, চট্টগ্রাম প্রেসক্লাব ও মিরসরাইসহ দেশের বিভিন্ন সাংবাদিকরা সমবেদনা জানিয়েছেন।