খাগড়াছড়ি দীঘিনালায় পুরাতন বছরের দুঃখ, কষ্ট , গ্লানি ও হতাশা মুছে নতুন বছরে অনাবিল সুখ, শান্তি ও সানন্দের প্রত্যাশায় মাইনী নদীর জলে ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু হয়েছে। তিনদিন ব্যাপী এই উৎসবের প্রথম দিনে মাইনি নদীর জলে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করেছে উপজেলার চাকমা, তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী সহ জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে হাজারো মানুষ।
বুধবার(১২এপ্রিল) সকালে দীঘিনালা উপজেলার মাইনী নদীতে সকল জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে তরুণ-তরুণীদের ফুল ভাসাতে দেখা যায়। শিশু-কিশোর, তরুণ-তরুণী সহ সবাই স্ব স্ব সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পড়ে নানা আনন্দ, উৎসাদের মধ্যেদিয়ে নদীর জলে ফুল ভাসায়। তিনদিন ব্যাপী এই উৎসবের প্রথম দিনে মাইনি নদীর জলে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করেছে উপজেলার চাকমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা,মারমা জনগোষ্ঠী সহ জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে হাজারো মানুষ।
ফুল বিজু উপভোগ করতে মাইনি সেতুর দু’পাড়ে দেখা যায় হাজারো মানুষের ঢল। সকল জাতি, শ্রেণি-পেশা নির্বিশেষে এ ফুল বিজু পালনের মধ্যেদিয়ে সকল জাতির মঙ্গল কামনা, পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানো সহ সর্বস্থরের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।
মাইনির জলে ফুল ভাসাতে আসা বিভিন্ন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা বলেন, আমাদের খুব খুশির দিন। জাতী, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাই যেন সুখে, শান্তিতে থাকেন এজন্য আমি নদীর জলে ফুল ভাসাই। বিজু আয়োজক কমিটির সভাপতি চয়ন বিকাশ চাকমা বলেন, ৩দিন ব্যাপি বিজু উৎসবের প্রথম দিনে মাইনী নদীতে ফুল ভাসীয়ে জাতির মঙ্গল কামনার করে বর্ণিল আয়োজনের মধ্যেদিয়ে বিজু উৎস পালন করা হবে।