৩০ সেকেন্ডেই ২৫ শতাংশ চার্জ হবে স্মার্টফোনে
একটা সময় ছিল যখন ঘণ্টার পর ঘণ্টা ফোন চার্জ দিতে হতো। কিন্তু বর্তমানে প্রযুক্তি এতটাই এগিয়েছে যে এখন আর তেমনটি নেই। মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো একে অপরকে টেক্কা দিতে সবচেয়ে কম সময়ে চার্জ দেওয়া যায় এমন প্রযুক্তি আনতে উঠেপড়ে লেগেছে।
এদিকে স্মার্টফোন চার্জের অভিজ্ঞতা বদলে দিতে নতুন উন্নতি প্রযুক্তিসম্পন্ন চার্জার আনছে অপো। বলা হচ্ছে, এর মাধ্যমে মাত্র ৩০ সেকেন্ডেই ২৫ শতাংশ চার্জ হবে স্মার্টফোনে।
অপো জানায়, বাজারে তারা খুব দ্রুত ৩০০ ওয়াটের একটি অত্যাধুনিক চার্জার নিয়ে আসবে। যার মাধ্যমে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই স্মার্টফোন শূন্য থেকে পঁচিশ শতাংশ চার্জ হতে পারবে। তবে নতুন এ ফাস্ট চার্জারের দাম সম্পর্কে এখনও কোনো ধারণা দেয়নি প্রযুক্তি প্রতিষ্ঠানটি।