সু চিকিৎসার অভাবে এভাবেই ক্রমশঃ অসুস্থ্য হয়ে পড়ছে শিশুটি । আর নিজ সন্তানের এমন দুরবস্থায় অসহায় পিতার আকুতি, চোখের জল দেখলে চোখে পানি চলে আসবে যেকারো । স্থানীয় চিকিৎসকদের পরামর্শ, দ্রুত ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসা জরুরী । নয়তো ছেলেটিকে বাঁচানো যাবেনা । কিন্ত হতদরিদ্র, সামর্থহীন পিতা নিজের শেষ সম্বলটুকু আগেই চিকিৎসার পেছনে ব্যয় করেছে । এখন শুধু আহাজারি ছাড়া কিছুই করতে পারছে না।।।।
তাই সকল সামর্থবানদের কাছে আকুল মিনতি করছি , সাধ্যানুযায়ী খলিল খানের পাশে দাঁড়ানোর জণ্য। আপনারা এগিয়ে আসলে খলিলের ছেলেটির চিকিৎসা হবে । হয়তো আল্লাহর রহমতে নিষ্পাপ ছেলেটি সুস্থ্য হয়ে উঠবে । বেঁচে থাকবে বাবা মায়ের বুক জুড়ে ।
যে যা পারেন সমর্থ অনুযায়ী ১০০-২০০-৫০০-১০০০ সাহায্য করে যান। সাহায্য করতে না পারলে একটি শেয়ার হলেও করেন আপনার শেয়ারে হয়তো কোন বিত্যবান ব্যাক্তির নজরে আসবে।
সাহায্য পাঠানোর জন্য
বিকাশ পার্সোনাল