সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ, ১৪৩১, ১২ রজব, ১৪৪৬

কর্ণফুলীতে কোরআন তেলাওয়াত, হামদ্-নাত ও আযান প্রতিযোগিতা

মুক্তি৭১ ডেস্ক :

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান মৌলভী বাড়ীতে “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র” ব্যবস্থাপনায় ৭ম-তম বারের মত  কোরআন তেলাওয়াত, হামদ্-নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার বিতরণ ০৭ এপ্রিল শুক্রবার  অনুষ্ঠিত হয়েছে।

বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ মোকাম্মেল হক খান, চেয়ারম্যান, “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র” সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা’র ভাইস-প্রিন্সিপাল হযরতুলহাজ্ব আল্লামা ড. লিয়াকত আলী (মা. জি. আ), বিশেষ অতিথি কর্ণফুলী উপজেলার সাজ্জাদ খান মিটু, আল্লামা গাজী শেরে বাংলা ট্রাস্টের সাবেক সভাপতি ও হলি পাবলিক স্কুল এন্ড কলেজ এর পরিচালক মুহাম্মদ সামশুল আলম উপস্থিত ছিলেন।

মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় গোল্ডেন ইস্পাত ও মাসুম ক্লথ ষ্টোর সৌজন্যে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, সীতাকুন্ড মোহাম্মদীয়া আহমদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা হাসান রেজবী (ম.জি.আ), কর্ণফুলি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফাউন্ডেশন’র উপদেষ্টা মোঃ মেজবাহ উদ্দিন খান, ফাউন্ডেশন’র সচিব মোঃ রেজাউল হক খান, ইউপি মেম্বার সাজ্জাদ হোসেন খান সুমন, মোঃ কমরুউদ্দিন খান, মোঃ কুতুব উদ্দিন খান, মাওলানা নেজাম উদ্দিন খান, হবিবুল হক খান, মেহরাফ হোসেন খান, মোঃ মিজানুল হক খান, তৌফিক আহসান বায়জীদ, মোঃ রকিউল হাসান খান সামি, লিয়াকত হোসেন খান খোকন, এহতেশামুল হক খান, কলিমুল্লা খান, মোঃ জহির উদ্দিন টিপু, মোঃ ময়নু, মোঃ জামাল উদ্দিন, মনজু। প্রধান অতিথি হযরতুলহাজ্ব আল্লামা ড. লিয়াকত আলী (মা. জি. আ) বলেন, রমজানের শিক্ষা নিয়ে মানুষ ব্যাক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্টীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের পরিচালিত করলে সমাজ থেকে সকল দুর্নীতি জুলুম অন্যায় সকল মন্দ কাজের অবসন ঘটবে। ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান’র হাসপাতাল নির্মাণে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। তিনি “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র ও এলাকাবাসী ঐতিহাসিক দেয়াং পাহাড়ে আউলিয়াদের নিদর্শন বিভিন্ন অলৌকিক ঘটনাবলীর স্থানটি সংরক্ষণ, মাইজভান্ডারী আধ্যাত্মিক রিসার্চ সেন্টার ও এই পবিত্র স্থানটি উম্মুক্ত করার দাবির প্রতি সমর্থন জানান, বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পাওয়া মোহাম্মদ মোকাম্মেল হক খানকে অভিনন্দন জানান এবং এ প্রতিযোগিতা অন্যান্য পুরস্কাররে পাশাপাশি বৃক্ষ ও রাখায় ভূয়সী প্রশংসা জানান। “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র” এই ধরনের ধর্মীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রশংসা করেন। ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও সভাপতি মোহাম্মদ মোকাম্মেল হক খান বক্তব্যে বলেন- রমজানে একসাথে ইফতার ধনী-গরীব এর মাঝে ভ্রাত্বত্বের বন্ধন, ভূলবুঝা বুঝি অধিকতর সুদৃঢ় হয়। সামাজিক দায়বদ্ধতায় গরীব ও অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য বড়উঠানে একটি হাসপাতাল নির্মাণে ঘোষনা দেন। ইতিমধ্যে হাসপাতােলর জন্য একটি জায়গায় কিনা হয়েছে। সততা, ত্যাগ, সংযম মানবিকতা যদি থাকে, তাহলে যে কোন কঠিনকাজ সহজে হবে বলে মন্তব্য করেন। তিনি গোল্ডেন ইস্পাত ও মাসুম ক্লথ ষ্টোর’র সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানান। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে মাদ্রাসা শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি অন্যান্য পুরস্কার সাথে ফলজ গাছের চারা প্রতিযোগিদের উপহার দেন এবং যে কোন প্রতিযোগিতা মুলক অনুষ্ঠানে গাছের চারা বিতরণ করার জন্য আহবান জানান। বিশেষ অতিথি সাজ্জাদ খান মিটু বলেন-রোজার শিক্ষায় ও অলি আল্লাহদের পথ অনুসরন করলে সমাজে বিশৃঙ্খলা, জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি সরকারের বিভিন্ন উন্নিয়নমুলক কাজের কথা উল্লেখ করেন এবং ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান’র মহান উদ্যোগ ও মহৎ উদ্দেশ্য প্রশংসা করেন। তিনি বড়উঠানে একটি হাসপাতাল নির্মাণের ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সম্মানিত বিচারক হিসাবে প্রতিযোগিতার দায়িত্ব পালন করেন বড়উঠান মৌলভী বাড়ী ওয়াইজ বিবি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সরওয়ার আলম আলক্বাদেরী ছাহেব, মাওলানা মুহাম্মদ মনছুরুলহক খান, গাউছিয়া তাহেরীয়া তানিমুল হক সুন্নি মাদ্্রাসা প্রিন্সিপাল মাওলানা গাজী মুহাম্মদ ইছাক, হাফেজ মুহাম্মদ এহছান। সম্মানিত বিচারকদের সার্বিক তত্ববধানে ছিলেন বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ মোকাম্মেল হক খান, চেয়ারম্যান “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন”।

কোরআন তেলাওয়াতে ১ম স্থান মুহাম্মদ আমান উল্ল্যা, ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, শাহমীরপুর, ২য় স্থান মোহাম্মদ রেজবী, ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, শাহমীরপুর, ৩য় স্থান মোহাম্মদ ইয়াছির ইসলাম ইয়ামিন. হযরত ছিদ্দিকী আকবর (রাঃ) আলকোরান একাডেমি, শৈন্য টেক। হামদ্-নাতে ১ম স্থান মোহাম্মদ আরমান হোসাইন, বারখাইন জামিয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসা, ২য় স্থান মোহাম্মদ জয়নাল আবেদীন, বারখাইন জামিয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসা, আনোয়ারা, ৩য় স্থান মোহাম্মদ সাইফুল নুর, পশ্চিম খুরু শকুল রহমানিয়া ফোরকানিয়া মাদ্রাসা । ৪র্থ স্থান মোহাম্মদ তাহসীন আবদাল খান, দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। আযান-এ ১ম স্থান মোহাম্মদ জয়নাল আবেদীন, বারখাইন জামিয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসা, আনোয়ারা, ২য় স্থান মোহাম্মদ আরমান হোসাইন, বারখাইন জামিয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসা, ৩য় স্থান মোহাম্মদ সাইফুল নুর, পশ্চিম খুরু শকুল রহমানিয়া ফোরকানিয়া মাদ্রাসা। পুরস্কার বিতরণ শেষে ইফতার মাহফিলে সকল মানব জাতির মঙ্গল এবং কল্যানের জন্য মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আইনজীবী হত্যায় ছাত্রলীগের দুজনসহ অংশ নেয় ১৫ জন

বন্দরনগরী চট্টগ্রামে আদালত এলাকায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় ধারালো অস্ত্র হাতে সরাসরি অংশ নেয় ১৫ জনের একটি দল। তাদের মধ্যে অন্তত দুইজন নিষিদ্ধ

বিস্তারিত »

চিন্ময়কাণ্ডে পুলিশের ৩ মামলা, আসামি ১৪৭৬

চট্টগ্রাম আদালত এলাকায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায়

বিস্তারিত »

কালুরঘাট নতুন সেতু: ডিসেম্বরে প্রকল্প পরিচালক নিয়োগ

শত বছরের পুরোনো কর্ণফুলীর নদীর ওপর নির্মিত কালুরঘাট সেতু। কয়েক দফা সেতুটি মেরামত করে যান ও ট্রেন চলাচলের উপযুক্ত করা হলেও কিছুদিন যেতে না যেতেই

বিস্তারিত »

আনোয়ারায় চার শতাধিক রোগী পেল বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

আনোয়ারায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। এসময় চক্ষু

বিস্তারিত »

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় পুকুরের পানিতে ডুবে মেহেরুন্নেছা রুহি (৮) এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত

বিস্তারিত »

পটিয়ায় ডাম্পার ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ডাম্পার ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালকসহ ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার মিলিটারি পুল মোস্তফা সিটি কারখানা এলাকায়

বিস্তারিত »

দাঁড়িয়ে থাকা ট্রাককে অটোরিকশার ধাক্কা, শিক্ষক নিহত

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের কাটিরহাট এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে ফটিকছড়ির এক স্কুল শিক্ষক মারা গেছেন। বুধবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মারা

বিস্তারিত »

সর্বনাশা গাড়ির চাকায় পিষ্ট প্রবাসীর বিয়ের স্বপ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন জুয়েল (৩০) নামে এক সৌদি প্রবাসী। বুধবার (১০ জুলাই) বিকেল ৩ টার দিকে পৌরসদের এলাকার বাসস্ট্যান্ডে গাড়ি

বিস্তারিত »

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মাদরাসা শিক্ষার্থীর পা বিচ্ছিন্ন

চট্টগ্রামের দোহাজারী রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত তেলবাহী ট্রেনের বগিতে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে সাইমন নামে ১০ বছরের এক মাদরাসা ছাত্রের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিস্তারিত »