মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক, ১৪৩২, ২৮ রবিউস সানি, ১৪৪৭

কর্ণফুলীতে কোরআন তেলাওয়াত, হামদ্-নাত ও আযান প্রতিযোগিতা

মুক্তি৭১ ডেস্ক :

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান মৌলভী বাড়ীতে “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র” ব্যবস্থাপনায় ৭ম-তম বারের মত  কোরআন তেলাওয়াত, হামদ্-নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার বিতরণ ০৭ এপ্রিল শুক্রবার  অনুষ্ঠিত হয়েছে।

বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ মোকাম্মেল হক খান, চেয়ারম্যান, “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র” সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা’র ভাইস-প্রিন্সিপাল হযরতুলহাজ্ব আল্লামা ড. লিয়াকত আলী (মা. জি. আ), বিশেষ অতিথি কর্ণফুলী উপজেলার সাজ্জাদ খান মিটু, আল্লামা গাজী শেরে বাংলা ট্রাস্টের সাবেক সভাপতি ও হলি পাবলিক স্কুল এন্ড কলেজ এর পরিচালক মুহাম্মদ সামশুল আলম উপস্থিত ছিলেন।

মিনহাজ উদ্দিন খানের পরিচালনায় গোল্ডেন ইস্পাত ও মাসুম ক্লথ ষ্টোর সৌজন্যে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, সীতাকুন্ড মোহাম্মদীয়া আহমদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা হাসান রেজবী (ম.জি.আ), কর্ণফুলি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফাউন্ডেশন’র উপদেষ্টা মোঃ মেজবাহ উদ্দিন খান, ফাউন্ডেশন’র সচিব মোঃ রেজাউল হক খান, ইউপি মেম্বার সাজ্জাদ হোসেন খান সুমন, মোঃ কমরুউদ্দিন খান, মোঃ কুতুব উদ্দিন খান, মাওলানা নেজাম উদ্দিন খান, হবিবুল হক খান, মেহরাফ হোসেন খান, মোঃ মিজানুল হক খান, তৌফিক আহসান বায়জীদ, মোঃ রকিউল হাসান খান সামি, লিয়াকত হোসেন খান খোকন, এহতেশামুল হক খান, কলিমুল্লা খান, মোঃ জহির উদ্দিন টিপু, মোঃ ময়নু, মোঃ জামাল উদ্দিন, মনজু। প্রধান অতিথি হযরতুলহাজ্ব আল্লামা ড. লিয়াকত আলী (মা. জি. আ) বলেন, রমজানের শিক্ষা নিয়ে মানুষ ব্যাক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্টীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের পরিচালিত করলে সমাজ থেকে সকল দুর্নীতি জুলুম অন্যায় সকল মন্দ কাজের অবসন ঘটবে। ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান’র হাসপাতাল নির্মাণে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। তিনি “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র ও এলাকাবাসী ঐতিহাসিক দেয়াং পাহাড়ে আউলিয়াদের নিদর্শন বিভিন্ন অলৌকিক ঘটনাবলীর স্থানটি সংরক্ষণ, মাইজভান্ডারী আধ্যাত্মিক রিসার্চ সেন্টার ও এই পবিত্র স্থানটি উম্মুক্ত করার দাবির প্রতি সমর্থন জানান, বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পাওয়া মোহাম্মদ মোকাম্মেল হক খানকে অভিনন্দন জানান এবং এ প্রতিযোগিতা অন্যান্য পুরস্কাররে পাশাপাশি বৃক্ষ ও রাখায় ভূয়সী প্রশংসা জানান। “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন’র” এই ধরনের ধর্মীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রশংসা করেন। ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও সভাপতি মোহাম্মদ মোকাম্মেল হক খান বক্তব্যে বলেন- রমজানে একসাথে ইফতার ধনী-গরীব এর মাঝে ভ্রাত্বত্বের বন্ধন, ভূলবুঝা বুঝি অধিকতর সুদৃঢ় হয়। সামাজিক দায়বদ্ধতায় গরীব ও অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য বড়উঠানে একটি হাসপাতাল নির্মাণে ঘোষনা দেন। ইতিমধ্যে হাসপাতােলর জন্য একটি জায়গায় কিনা হয়েছে। সততা, ত্যাগ, সংযম মানবিকতা যদি থাকে, তাহলে যে কোন কঠিনকাজ সহজে হবে বলে মন্তব্য করেন। তিনি গোল্ডেন ইস্পাত ও মাসুম ক্লথ ষ্টোর’র সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানান। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে মাদ্রাসা শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি অন্যান্য পুরস্কার সাথে ফলজ গাছের চারা প্রতিযোগিদের উপহার দেন এবং যে কোন প্রতিযোগিতা মুলক অনুষ্ঠানে গাছের চারা বিতরণ করার জন্য আহবান জানান। বিশেষ অতিথি সাজ্জাদ খান মিটু বলেন-রোজার শিক্ষায় ও অলি আল্লাহদের পথ অনুসরন করলে সমাজে বিশৃঙ্খলা, জঙ্গীবাদ ও সন্ত্রাসমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি সরকারের বিভিন্ন উন্নিয়নমুলক কাজের কথা উল্লেখ করেন এবং ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান’র মহান উদ্যোগ ও মহৎ উদ্দেশ্য প্রশংসা করেন। তিনি বড়উঠানে একটি হাসপাতাল নির্মাণের ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সম্মানিত বিচারক হিসাবে প্রতিযোগিতার দায়িত্ব পালন করেন বড়উঠান মৌলভী বাড়ী ওয়াইজ বিবি জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সরওয়ার আলম আলক্বাদেরী ছাহেব, মাওলানা মুহাম্মদ মনছুরুলহক খান, গাউছিয়া তাহেরীয়া তানিমুল হক সুন্নি মাদ্্রাসা প্রিন্সিপাল মাওলানা গাজী মুহাম্মদ ইছাক, হাফেজ মুহাম্মদ এহছান। সম্মানিত বিচারকদের সার্বিক তত্ববধানে ছিলেন বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ মোকাম্মেল হক খান, চেয়ারম্যান “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন”।

কোরআন তেলাওয়াতে ১ম স্থান মুহাম্মদ আমান উল্ল্যা, ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, শাহমীরপুর, ২য় স্থান মোহাম্মদ রেজবী, ফয়জুল বারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, শাহমীরপুর, ৩য় স্থান মোহাম্মদ ইয়াছির ইসলাম ইয়ামিন. হযরত ছিদ্দিকী আকবর (রাঃ) আলকোরান একাডেমি, শৈন্য টেক। হামদ্-নাতে ১ম স্থান মোহাম্মদ আরমান হোসাইন, বারখাইন জামিয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসা, ২য় স্থান মোহাম্মদ জয়নাল আবেদীন, বারখাইন জামিয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসা, আনোয়ারা, ৩য় স্থান মোহাম্মদ সাইফুল নুর, পশ্চিম খুরু শকুল রহমানিয়া ফোরকানিয়া মাদ্রাসা । ৪র্থ স্থান মোহাম্মদ তাহসীন আবদাল খান, দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। আযান-এ ১ম স্থান মোহাম্মদ জয়নাল আবেদীন, বারখাইন জামিয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসা, আনোয়ারা, ২য় স্থান মোহাম্মদ আরমান হোসাইন, বারখাইন জামিয়া জমহুরিয়া ফাজিল মাদ্রাসা, ৩য় স্থান মোহাম্মদ সাইফুল নুর, পশ্চিম খুরু শকুল রহমানিয়া ফোরকানিয়া মাদ্রাসা। পুরস্কার বিতরণ শেষে ইফতার মাহফিলে সকল মানব জাতির মঙ্গল এবং কল্যানের জন্য মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র 

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমি চাই চট্টগ্রাম হোক একটি ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি, যেখানে সব ধর্ম, বর্ণ ও

বিস্তারিত »

রাউজানে বাসচাপায় হেফাজত নেতার মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ হাটহাজারীতে

চট্টগ্রামের রাউজান উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাওলানা সোহেল চৌধুরী (৫০) নামে হেফাজতে ইসলাম বাংলাদেশের এক কেন্দ্রীয় নেতা নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সংগঠনের নেতাকর্মীরা বুধবার (৮

বিস্তারিত »

সিলেটে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়েছে; তাতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট রেল স্টেশনের

বিস্তারিত »

রাজনীতির বরপুত্র, সফল নেতা মাহমুদুল ইসলাম চৌধুরী

চট্টগ্রামের রাজনীতির একটি বর্ণাঢ্য আকর্ষক চরিত্র মাহমুদুল ইসলাম চৌধুরী। তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া, চট্টগ্রামের অভিভাবক সংস্থা পৌর কর্পোরেশনের একবার প্রশাসক ও একবার মেয়র, দেশে

বিস্তারিত »

চট্টগ্রামে প্লাস্টিক কারখানায় আগুন, বেশ কয়েকজন আহত

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকার একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার

বিস্তারিত »

ইসলামী ব্যাংকে চাকরিচ্যুতি-ওএসডি বিতর্ক, সমাধান কোন পথে?

‘বিশেষ যোগ্যতা মূল্যায়ন’ পরীক্ষা ঘিরে উত্তেজনা ও অস্থিরতা চরমে পৌঁছেছে ইসলামী ব্যাংকে। পরীক্ষায় অংশ না নেওয়ায় কয়েক হাজার কর্মকর্তাকে দায়িত্ব থেকে অবমুক্ত করা হয়েছে, তিন

বিস্তারিত »

দেশের বর্তমান ক্রান্তিকাল উত্তরণে সিইউজের ঐতিহাসিক ভূমিকা স্মরণ

সাংবাদিকদের সমস্যা নিয়ে সংবাদপত্র মালিকদের সঙ্গে কথা বলার জন্য একটি সংগঠনের প্রয়োজনীয়তা থেকে যে সংগঠনটি জন্ম লাভ করেছিলো ষাটের দশকে, তার নাম সিইউজে বা চিটাগাং

বিস্তারিত »

নন্দীরহাট লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে গুণীজন সংবর্ধনা

‘যে সমাজে গুণীর কদর হয় না, সেখানে গুণীজন জন্মায় না’—এই বাণীকে ধারণ করে চট্টগ্রামের নন্দীরহাটে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম কেন্দ্রে গত ৫ সেপ্টেম্বর আলোচনা সভা

বিস্তারিত »

চন্দনাইশে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, কর্নেল অলির ভাগ্নিসহ নিহত ৩

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বউ–শাশুড়িসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ১০ মিনিটের দিকে চন্দনাইশ উপজেলার

বিস্তারিত »