মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ মার্চ) দিনব্যাপী কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস রহমান ট্রাস্টের সদস্য, এস রহমান আইডিয়াল স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ও এমপি পুত্র সাবেদুর রহমান সুমু।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেনের সভাপতিত্বের ও প্রভাষক আজমল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়াঁ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, এস রহমান ট্রাস্টের সদস্য ও বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, এস রহমান ট্রাস্টের সদস্য মোসাদ্দেক হোসেন নয়ন, বারইয়ারহাট আল আমিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক লাল বাহাদুর শর্মাসহ মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের প্রভাষক এবং স্কুল শাখার সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক নোমান মো. নিজাম উদ্দিন।
মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন বলেন, বৃহস্পতিবার স্কুল এবং কলেজ শাখার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এইসময় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব, ক্রিকেট খেলা, সাতার প্রতিযোগিতা, অন্ধের হাড়িঁ ভাঙ্গা, দেশাত্মবোধক গান, নৃত্য, একক অভিনয়, হামদ, কবিতা আবৃত্তিসহ প্রায় ১৯৬ টি ইভেন্টে প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সবশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ক্রিকেট খেলায় বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।