বিদ্যুৎ লাইনে আগুন লাগার ফলে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ঘটে আর্জেন্টিনায়। রাজধানী বুয়েনস আইরেসসহ দেশটির বিশাল এক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
দেশটিতে চলমান তীব্র দাবদাহের মধ্যে মানুষের যখন বিদ্যুৎ বেশি প্রয়োজন, ঠিক তখনই এই দুর্ঘটনা ঘটলো।
কর্মকর্তারা জানিয়েছেন, বুধবারের ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কারণে রাজধানীসহ সান্তা ফে, নিউকেন, কর্ডোবা এবং মেন্ডোজার কেন্দ্রীয় অঞ্চলের দুই কোটিরও বেশি মানুষ লোডশেডিংয়ে পড়ে।
একটি জ্বালানি কোম্পানির সূত্র জানায়, এই দুর্ঘটনার ফলে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ অফলাইনে চলে গেছে। ফলে কয়েকটি প্রদেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আগুনের সূত্রপাত কিভাবে হলো তা তদন্তের অনুরোধ জানিয়েছে দেশটির অর্থনীতি মন্ত্রণালয়।
তবে সরকারের এক সূত্র মতে, বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে পুনরায় শুরু হচ্ছে। বিবিসির সর্বশেষ এক খবরে জানা গেছে, কয়েক ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকার পর বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ ফিরেছে।