বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ২২ অগ্রহায়ণ, ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৫

সাংবাদিকরা জাতি গঠন ও সমাজ উন্নয়নের মূল চালিকাশক্তি: তরফদার রুহুল আমিন

চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেছেন, সমাজ উন্নয়ন এবং জাতি গঠনে সাংবাদিকরা সবসময় চালিকাশক্তি হিসেবে কাজ করেন। তাঁরা তাদের কাজের মাধ্যমে পুরো জাতিকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। সঠিক সংবাদ প্রকাশিত হওয়ার পর অনেকেই নেগেটিভ চিন্তা থেকে সরে আসেন। ব্যবসায়ীদের পাশাপাশি আপনাদের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই কথা মাননীয় প্রধানমন্ত্রীও গর্বের সাথে উচ্চারণ করেন। আমরা ব্যবসায়ীরাও আপনাদের সাথে কাজ করতে পারলে নিজেদের গর্বিত মনে করি।

রবিবার (২৫ ডিসেম্বর) ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম প্রেসক্লাব-সাইফ পাওয়ার টেক বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তরফদার রুহুল আমিন বলেন, সাইফ পাওয়ার টেক দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য কাজ করার পাশাপাশি বিগত বেশ কয়েক বছর ধরে চট্টগ্রাম প্রেসক্লাবের ক্রীড়ায় সহযোগিতা করে আসছে। আপনাদের সাথে থেকে প্রেসক্লাব সদস্য, সহধর্মিণী এবং সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতায় অবদান রাখতে পেরে আমরা সত্যিই গর্বিত। পেশাগত কারণে সাংবাদিকরা যেভাবে কর্মব্যস্ত থাকেন, তাতে করে অনেক সময় পরিবারকে সময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না। পরিবারের সদস্যদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। তাই অতীতের ন্যায় ভবিষ্যতেও চট্টগ্রাম প্রেসক্লাবের পাশে থাকার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র সহ-সভাপতি তরফদার রুহুল আমিন আরো বলেন, সাংবাদিকদের আমরা বরাবরই শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখি। কিন্তু মহান পেশা সাংবাদিকতাকে কলুষিত করতে কিছু লোক লেগে আছে। ট্রেড লাইসেন্স ছাড়া যেমন ব্যবসা করা সম্ভব নয়, তেমনি নিবন্ধন ছাড়া প্রিন্ট, ইলেকট্রনিক কিংবা অনলাইন মিডিয়াও চলতে দেওয়া উচিত না। এ ব্যাপারে চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে। এক্ষেত্রে চট্টগ্রাম প্রেসক্লাবের সকল সদস্যের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, তাদের কারণে মূলধারার সাংবাদিকদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই অবৈধ সাংবাদিকদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে।

সভাপতির বক্তব্যে আলহাজ আলী আব্বাস বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ফুটবলের স্বপ্নদ্রষ্টা তরফদার রুহুল আমিনের তত্ত্বাবধানে দেশব্যাপী ক্রীড়াক্ষেত্রে জাগরণ সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবে ক্রীড়াযজ্ঞেও তিনি সহযোগিতা করে চলেছেন। এজন্যে প্রেসক্লাব সভাপতি সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ ফরিদ উদ্দিন চৌধুরী। যুগ্ম- সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু।

এর আগে প্রধান অতিথিকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং প্রীতি উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি সম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজ সেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, মহসিন চৌধুরী, ক্রীড়া উপকমিটির সদস্য নির্মল চন্দ্র দাশ, আবু জাফর মো. হায়দার, জাকির হোসেন লুলু, মোহাম্মদ ফারুক, খোরশেদুল আলম শামীম, সাইফুল্লাহ চৌধুরী, রাজেশ চক্রবর্তী, জসিম উদ্দিন ছিদ্দিকী, সাইফ পাওয়ার টেক লিমিটেডের ম্যানেজার (এইচআর) ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ডেপুটি ম্যানেজার সাইফুল আলমসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

দেশের ৩৩৮ থানার ওসি বদলি, ইসির অনুমোদন

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশের ৩৩৮ থানার ওসি বদলির জন্য পাঠানো প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয়। ইসি সূত্রে

বিস্তারিত »

চট্টগ্রাম প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়ার টিটিতে সেলিম চ্যাম্পিয়ন

চট্টগ্রাম প্রেস ক্লাব- সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার টেবিল টেনিস (টিটি) পঞ্চাশোর্ধ এককে সুলতান মাহমুদ সেলিম চ্যাম্পিয়ন হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মধ্যদিয়ে

বিস্তারিত »

চন্দনাইশে ১৫ হাজার ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় মাদক বহনে জড়িত থাকার দায়ে মো. খালেদ মোশারাফ (৪৩) ও মোহাম্মদ

বিস্তারিত »

পটিয়ায় নৌকার পক্ষে ইউপি চেয়ারম্যানরা ঐক্যবদ্ধ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারা অব্যাহত

বিস্তারিত »

পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

চট্টগ্রামের মিরসরাইয়ে আসামী বহনকারী পুলিশের একটি মাইক্রো বাসের ধাক্কায় ফিরোজা বেগম (৫৪) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী

বিস্তারিত »

দীঘিনালায় দুই ইটভাটায় অভিযান, জরিমানা আদায়

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দু্ই ইটভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ইটভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার(৬ ডিসেম্বর) সকালে এ অভিযান

বিস্তারিত »

বোয়ালখালীতে ৩শ’ লিটার মদসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের বোয়ালখালীতে ৩শ লিটার চোলাই মদসহ আনোয়ার হোসেন ড্রাইভার (৪৬) নামে এক মদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের

বিস্তারিত »

মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে ইতিহাস গড়া জয়ের পর এবার মিরপুরে দ্বিতীয় টেস্টে সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চোটের শঙ্কা কাটিয়ে

বিস্তারিত »

সাংবাদিক বাবলুর মায়ের মৃত্যুবার্ষিকী বুধবার

হাটহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের হাটহাজারী প্রতিনিধি বাবলু দাশের মা বিন্দু রানী দাশের ৩য় মৃত্যুবার্ষিকী বুধবার (৬ ডিসেম্বর)। বুধবার এ উপলক্ষে

বিস্তারিত »