শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ, ১৪৩২, ২৬ শাওয়াল, ১৪৪৬

সাংবাদিকরা জাতি গঠন ও সমাজ উন্নয়নের মূল চালিকাশক্তি: তরফদার রুহুল আমিন

চট্টগ্রাম বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেছেন, সমাজ উন্নয়ন এবং জাতি গঠনে সাংবাদিকরা সবসময় চালিকাশক্তি হিসেবে কাজ করেন। তাঁরা তাদের কাজের মাধ্যমে পুরো জাতিকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। সঠিক সংবাদ প্রকাশিত হওয়ার পর অনেকেই নেগেটিভ চিন্তা থেকে সরে আসেন। ব্যবসায়ীদের পাশাপাশি আপনাদের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই কথা মাননীয় প্রধানমন্ত্রীও গর্বের সাথে উচ্চারণ করেন। আমরা ব্যবসায়ীরাও আপনাদের সাথে কাজ করতে পারলে নিজেদের গর্বিত মনে করি।

রবিবার (২৫ ডিসেম্বর) ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম প্রেসক্লাব-সাইফ পাওয়ার টেক বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তরফদার রুহুল আমিন বলেন, সাইফ পাওয়ার টেক দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য কাজ করার পাশাপাশি বিগত বেশ কয়েক বছর ধরে চট্টগ্রাম প্রেসক্লাবের ক্রীড়ায় সহযোগিতা করে আসছে। আপনাদের সাথে থেকে প্রেসক্লাব সদস্য, সহধর্মিণী এবং সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতায় অবদান রাখতে পেরে আমরা সত্যিই গর্বিত। পেশাগত কারণে সাংবাদিকরা যেভাবে কর্মব্যস্ত থাকেন, তাতে করে অনেক সময় পরিবারকে সময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না। পরিবারের সদস্যদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। তাই অতীতের ন্যায় ভবিষ্যতেও চট্টগ্রাম প্রেসক্লাবের পাশে থাকার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র সহ-সভাপতি তরফদার রুহুল আমিন আরো বলেন, সাংবাদিকদের আমরা বরাবরই শ্রদ্ধা ও সম্মানের চোখে দেখি। কিন্তু মহান পেশা সাংবাদিকতাকে কলুষিত করতে কিছু লোক লেগে আছে। ট্রেড লাইসেন্স ছাড়া যেমন ব্যবসা করা সম্ভব নয়, তেমনি নিবন্ধন ছাড়া প্রিন্ট, ইলেকট্রনিক কিংবা অনলাইন মিডিয়াও চলতে দেওয়া উচিত না। এ ব্যাপারে চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে। এক্ষেত্রে চট্টগ্রাম প্রেসক্লাবের সকল সদস্যের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, তাদের কারণে মূলধারার সাংবাদিকদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই অবৈধ সাংবাদিকদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে।

সভাপতির বক্তব্যে আলহাজ আলী আব্বাস বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল ফুটবলের স্বপ্নদ্রষ্টা তরফদার রুহুল আমিনের তত্ত্বাবধানে দেশব্যাপী ক্রীড়াক্ষেত্রে জাগরণ সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবে ক্রীড়াযজ্ঞেও তিনি সহযোগিতা করে চলেছেন। এজন্যে প্রেসক্লাব সভাপতি সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ ফরিদ উদ্দিন চৌধুরী। যুগ্ম- সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু।

এর আগে প্রধান অতিথিকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং প্রীতি উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি সম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজ সেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, মহসিন চৌধুরী, ক্রীড়া উপকমিটির সদস্য নির্মল চন্দ্র দাশ, আবু জাফর মো. হায়দার, জাকির হোসেন লুলু, মোহাম্মদ ফারুক, খোরশেদুল আলম শামীম, সাইফুল্লাহ চৌধুরী, রাজেশ চক্রবর্তী, জসিম উদ্দিন ছিদ্দিকী, সাইফ পাওয়ার টেক লিমিটেডের ম্যানেজার (এইচআর) ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ডেপুটি ম্যানেজার সাইফুল আলমসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

শহীদ অধ্যক্ষ নূতন চন্দ্র সিংহ হত্যাকাণ্ড

সত্তরের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হওয়ার পর এটা নিশ্চত হয়ে যায় যে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি এবার ঐক্যবদ্ধ হয়েছে, যে কোন মূল্যেই তারা

বিস্তারিত »

৭১-এ চেরাগী পাহাড়ে ইউসিসে বোমা মেরেছিলেন দু’জন বামপন্থী মুক্তিযোদ্ধা

ওসমান গণি চৌধুরী ষাট ও সত্তরের দশকের চট্টগ্রামের একজন বিশিষ্ট ছাত্রনেতা। ১৯৫৫ খ্রিস্টাব্দে রাউজান থানার গহিরা গ্রামে তাঁর জন্ম। পিতা আলহাজ্ব জহুরুল হক চৌধুরী ও

বিস্তারিত »

ওসিকে ‘মারধর’: চট্টগ্রামের ৩ আনসার, এক পুলিশ কর্মকর্তাকে সরানো হল

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনার পর তিন আনসার ও এক পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গত সোমবার নগরীর ফয়’স লেক এলাকায় ৩১ আনসার

বিস্তারিত »

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে অধ্যাপক ড. মো. আহসানুল হক সম্ভাবনাময় প্রার্থী

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে অধ্যাপক ড. মো. আহসানুল হক সম্ভাবনাময় প্রার্থী। তিনি অন্যান্যদের চেয়ে অধিকতর যোগ্য বলে বিভিন্নসূত্রে জানা যায়। তিনি বর্তমানে

বিস্তারিত »

জুলাই বিপ্লবের ঘোষণা আসছে

শেখ হাসিনা সরকারকে উৎখাত প্রক্রিয়ার নানা ঘটনাবলি নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে এই বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র

বিস্তারিত »

স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ গৃহবধূ নাজমা আর নেই

চন্দনাইশে স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ গৃহবধূ নাজমা মারা গেছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমা মারা যায়

বিস্তারিত »

জয় বাংলা

বাংলাদেশের সর্বোচ্চ আদালত গতকাল এক রায়ে বলেছে, ‘জয় বাংলা’ স্লোগানকে জাতীয় স্লোগান নয়। ইতিপূর্বে হাইকোর্ট ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান বলে রায় দিয়েছিলেন। আপিল বিভাগ সেই

বিস্তারিত »

দিল্লির কাছে আত্মসমর্পণ করতে স্বাধীনতা অর্জন করিনি: রিজভী রক্ত দিয়ে কেনা স্বাধীনতা পিন্ডির কাছ থেকে ছিনিয়ে এনেছি দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয় বলে মন্তব্য

বিস্তারিত »

জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় স্থগিত

২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছিল হাই কোর্ট। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত

বিস্তারিত »