সয়াবিন তেলের দাম কিছুটা কমানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্যে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম এখন ১৮৭ টাকা। আগে যা ছিল ১৯২ টাকা। রোববার থেকে এ দর কার্যকর হবে।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ ডিসেম্বর থেকে নির্ধারিত নতুন দামে সয়াবিন তেল বিক্রি করা হবে। নতুন নির্ধারিত মূল্যে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম এখন থেকে ১৮৭ টাকা। আগে এক লিটার বোতলজাত সয়াবিনের মূল্য ছিল ১৯২ টাকা।
এছাড়া পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২৫ থেকে কমিয়ে ৯০৬ টাকা করা হয়েছে। দাম কমেছে ১৯ টাকা।
প্রতি লিটার খোলা তেলের দাম ১৭২ থেকে কমিয়ে ১৬৭ টাকা এবং পাম তেলের দাম ১২১ থেকে কমিয়ে ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার আমদানি, মজুত ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে অনুষ্ঠিত বৈঠকে সয়াবিন তেলের মূল্য সমন্বয় করেছে সরকার।
এর আগে সর্বশেষ ১৭ নভেম্বর দেশের বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানো হয় লিটারে ১২ টাকা। নভেম্বরের ১ তারিখ লিটারপ্রতি ১৫ টাকা দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেন ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম মোল্লা। তিনি চিঠিতে উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার অস্বাভাবিক দরপতনের ফলে সংগঠনভুক্ত সদস্যরা বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৯৩ টাকা করার প্রস্তাব করেছে।
প্রস্তাবের প্রেক্ষিতে, ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকা নির্ধারণ করা হয়। নতুন দাম ১৮৭ টাকায় নির্ধারণের ফলে রোববার থেকে লিটারে ৩ টাকাই কমার কথা। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় বলছে, সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমবে।
এ ছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৯২৫ টাকা নির্ধারণ করা হয়। আগে দাম ছিল ৮৮০ টাকা। অন্যদিকে খোলা সয়াবিনের দাম লিটারে ১৪ টাকা বাড়ানো হয়। তাতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের নতুন দাম হয় ১৭২ টাকা। আগে প্রতি লিটার বিক্রি হয়েছে ১৫৮ টাকায়। আর প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি ১২১ টাকায়।-বিডি২৪নিউজ