মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ১১ আশ্বিন, ১৪৩০, ১০ রবিউল আউয়াল, ১৪৪৫

যুক্তরাজ্যের চেম্বার ওয়েলস্ প্রতিনিধিদলের সাথে চিটাগাং চেম্বারের মতবিনিময়

বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের চেম্বার ওয়েলস্’র নির্বাহী সভাপতি পিটার পল স্লেভিন (গৎ. চবঃবৎ চধঁষ ঝষবারহ) এর নেতৃত্বে এক প্রতিনিধিদলের সাথে চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা ২৯ নভেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম’র সভাপতিত্বে চেম্বার সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন, ইন্টারলিংক বিজনেস কনসালটেন্সি মাহবুব নূর, কনক্রিট ক্যানভাস গ্রুপের ড্যারেন হিউজস (উধৎৎবহ ঐঁমযবং), আব্রাহাম ডিন এসোসিয়েট’র ডাইরেক্টর সাঈদ উদ্দিন, যুক্তরাজ্যের গ্লোবাল রিক্রুটমেন্ট কনসালট্যান্ট’র সিইও নোমান রুহিদ, চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন’র পরিচালক শাহেদ সরোয়ার ও লিটল জুয়েল স্কুল’র অধ্যক্ষ দিলরুবা আহমেদ বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে চেম্বার পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হোসেন, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), শাহজাদা মোঃ ফৌজুল আলেফ খান, সাজির আহমেদ, মোঃ ইফতেখার ফয়সাল, এস. এম. তাহসিন জোনায়েদ, মোহাম্মদ আদনানুল ইসলাম ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম), এইচআরসি’র সিনিয়র পরিচালক কাজী রুকুনউদ্দীন আহমেদ, চেম্বার ওয়েলস’র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় চিটাগাং চেম্বার এবং চেম্বার ওয়েলস’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতায় চেম্বারের পক্ষে সভাপতি মাহবুবুল আলম এবং ওয়েলস’র পক্ষে পিটার পল স্লেভিন স্বাক্ষর করেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন-বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হচ্ছে যুক্তরাজ্য। চলতি বছরে বাংলাদেশ থেকে প্রায় ৩.১ বিলিয়ন পাউন্ড যুক্তরাজ্যে রপ্তানি করা হয়েছে এবং যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ৯০১ মিলিয়ন পাউন্ড আমদানি করা হয়েছে। উভয়দেশের মধ্যে বিনিয়োগ এবং পণ্য আমদানি রপ্তানির দারুণ সুযোগ রয়েছে। সরকার দেশের অর্থনীতিকে বেগবান করতে ১০০টি বিশেষায়িত শিল্পাঞ্চল ঘোষণা করার ফলে চট্টগ্রাম দেশের ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত হয়েছে। তাই চট্টগ্রামের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে যুক্তরাজ্যের চেম্বার ওয়েলস’র প্রতিনিধিদলকে বিনিয়োগ করার আহবান জানান চেম্বার সভাপতি।

প্রতিনিধিদল নেতা পিটার পল স্লেভিন বলেন- ভৌগোলিক কারণে বাংলাদেশের চট্টগ্রাম গুরুত্বপূর্ণ। এখানে ব্যবসায়ের ক্রমাগত পরিসর বৃদ্ধি, কর্মসংস্থান এবং অংশীদারীত্বমূলক বিনিয়োগের কারণে চেম্বার ওয়েলস’র বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী। তিনি চট্টগ্রামে শিক্ষা, টেকনোলজি, হেলথ কেয়ার, শিপিংসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ সম্ভাবনার উল্লেখ করেন।

চেম্বার সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের সম্ভাবনাকে উপলব্ধি করে প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলারের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। যার মধ্যে দেশের বৃহত্তম বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, বঙ্গবন্ধু টানেল অন্যতম। তিনি চট্টগ্রামে হেলথ এবং এডুকেশন সেক্টরে সম্ভাবনা কাজে লাগিয়ে অংশীদারিত্বের ভিত্তিতে যৌথ বিনিয়োগের আহবান জানান।

ইন্টারলিংক বিজনেস কনসালটেন্সি মাহবুব নূর বলেন-বাংলাদেশ এবং যুক্তরাজ্য চেম্বার ওয়েলস’র মধ্যে এসএমই সেক্টরে বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। এ ধরণের বিটুবি আলোচনার মাধ্যমে উভয়দেশের মধ্যে বিনিয়োগ সম্ভাবনা বাড়বে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

ডিম আলু ও পেঁয়াজের দাম বেঁধে দিল সরকার

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ, আলু এবং ডিম এই তিনটি কৃষিপণ্যের দাম নির্ধারণ করছি। কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে

বিস্তারিত »

হালদায় ফের নমুনা ডিম ছেড়েছে মা মাছ

হালদা নদীতে ফের নমুনা ডিম ছেড়েছে মা মাছ। রোববার (১৮ জুন) সকালে পাহাড়ি ঢলের পর হালদা নদীর কয়েকটি স্পটে সামান্য পরিমাণ নমুনা ডিম পেয়েছেন জেলেরা।

বিস্তারিত »

সঞ্চয়পত্রের চেয়ে ১৫ শতাংশ বেশি মুনাফা যেখানে বিনিয়োগে

সঞ্চয়পত্রের মুনাফা থেকে ১০ শতাংশ কর কর্তন করে সরকার। অন্যদিকে কেউ যদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেন, তাহলে মুনাফা থেকে কর কর্তন করা হয় ৫ শতাংশ।

বিস্তারিত »

ঢাকায় সোনায় মোড়ানো যে জিলাপির কেজি ২০ হাজার টাকা

ছবি: হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর সৌজন্যে প্রতি কেজি জিলাপির দাম ২০ হাজার টাকা! না, ভুল শোনেননি। বিশেষ এই জিলাপি ২৪ ক্যারেটের সোনা দিয়ে মোড়ানো। সে জন্যই

বিস্তারিত »

সরবরাহ বেশি থাকায় ঝিনাইদহে কমেছে পেঁয়াজের দাম

ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের পরও ঝিনাইদহে কমেছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে মণ প্রতি পেঁয়াজের দাম কমেছে ২’শ থেকে ৩’শ টাকা। দাম কম হওয়ায় লোকসানের

বিস্তারিত »

কিনতে হবে ঈদের পোশাক বাড়তি দামে

ঈদের কেনাকাটা এখনো পুরোপুরি জমেনি। ঈদ যত ঘনিয়ে আসছে, বিপণিবিতানে ক্রেতাদের আনাগোনা ততই বাড়ছে। তবে গতবারের চেয়ে এবার বেশি দামেই ঈদ পোশাক কিনতে হবে ক্রেতাদের।

বিস্তারিত »

ব্রয়লার মুরগি ও নিত্যপণ্যের  সিন্ডিকেটকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি ক্যাবের

যেসব অসাধু ব্যবসায়ী ব্রয়লার মুরগির বাজারে সিন্ডিকেট তৈরি করে হাজার কোটি টাকা লুন্ঠন করেছে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে কনজুমারস এসোসিয়েশন অব

বিস্তারিত »

মুরগির খামারিরা নানা সংকটের কথা বলছেন। চার বড় কোম্পানি দাম কমানোর পর ঢাকার বড় বাজারগুলো ব্রয়লার মুরগির দাম নেমে এসেছে কেজি ২০০ টাকায়। রোজার মধ্যে

বিস্তারিত »

চট্টগ্রামের বৃহত্তম পাইকারী বাজার রেয়াজউদ্দীন বাজারে ক্যাব চট্টগ্রামের বাজার ভিত্তিক প্রচারণা কর্মসূচিতে বক্তারা

ব্রয়লার মুরগি উৎপাদনকারীদের সাথে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সভায় জানা যায় ১ কেজি মুরগি উৎপাদনে খরচ ১২৫-১৩০ টাকা আর ভোক্তা পর্যায়ে বিক্রি হয় ২৫০

বিস্তারিত »