পটিয়ার হুলাইন ছালেহ-নূর কলেজের সুবর্ণজয়ন্তী-বর্ষে কলেজের প্রাক্তন শিক্ষক, ছাত্র-ছাত্রীদের একটি বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের লক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা সাতটায় এনায়েত বাজার মহিলা কলেজে মতবিনিময় সভা আহবান করা হয়েছে।
যে কোন প্রতিষ্ঠানের জন্য সুবর্ণজয়ন্তী একটি মাইলফলক। ছালেহ-নূর কলেজও পঞ্চাশতম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে এটা নিঃসন্দেহে কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের জন্য গৌরবের বিষয়। সাধারণত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী হয়ে থাকে। এক্ষেত্রে শিক্ষকদেরও অন্তর্ভুক্ত করার কারণ হচ্ছে ঊনসত্তরে কলেজের প্রতিষ্ঠা-বর্ষে এমন অনেক শিক্ষক যোগদান করেছিলেন, যাঁদের শিক্ষকতা জীবনের প্রথম কলেজ ছালেহ-নূর কলেজ; তাঁরা সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে ছালেহ-নূর কলেজে ইন্টারভিউ দিয়ে শিক্ষকতায় নিয়োজিত হয়েছিলেন। তাই ছালেহ-নূর কলেজের স্মৃতি কোন অলস মুহূর্তে তাঁদের মনের গহীনেও ঘাই মারে। তাঁরা নষ্টালজিয়ায় আক্রান্ত হন। আবার অনেকে এই কলেজে পড়াশোনা করে পরবর্তীকালে মাস্টার্স পাস করে ছালেহ-নূর কলেজেই শিক্ষকতা আরম্ভ করেন।
২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ছালেহ-নূর কলেজ প্রাক্তন শিক্ষক-ছাত্রছাত্রী পুনর্মিলনীর মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন আবু তাহের বাঙালি (জিরি), শেখ আমিনুর রহমান চৌধুরী ও রফিক আহমদ (চরকানাই), আফসার উদ্দিন আহমদ (নাইখাইন), নাসিরুদ্দিন চৌধুরী (হুলাইন), ইউসুফ এস্কারী (বিনিনেহারা), নুরুল ইসলাম (মনসা), স্বপন চৌধুরী (হাবিলাসদ্বীপ), মুজিবর রহমান খান (হুলাইন), অধ্যাপক নারায়ণ চৌধুরী, অধ্যাপক আবু তাহের চৌধুরী, নুরুল হাকিম, মুসা খান, দোলন বড়–য়া ও আমজাদ হোসেন খান।