মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২৯ আশ্বিন, ১৪৩২, ২১ রবিউস সানি, ১৪৪৭

‘নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্বের বাছাই শুরু আজ

মুক্তি৭১ ডেস্ক

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিশু-কিশোর অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’র। এই প্রতিযোগীতার ৮টি বিভাগের বিভাগীয় পর্যায়ের অডিশন শেষে শুরু হচ্ছে চূড়ান্ত পর্যায়ের বাছাই।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভি জানায়, আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে চূড়ান্ত বাছাই পর্ব শুরু হয়ে চলবে ২১ অক্টোবর পর্যন্ত। অডিশনের ভেন্যু নির্ধারিত হয়েছে বাংলাদেশ টেলিভিশন কেন্দ্র, রামপুরা, ঢাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগীয় বাছাইয়ে প্রতি শাখায় প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন করে প্রতিযোগি এ পর্বে অংশগ্রহণ করবে। তবে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন প্রতিযোগির মধ্যে একাধিক প্রতিযোগির প্রাপ্ত নম্বর সমান হলে তারা প্রত্যেকেই চূড়ান্ত বাছাই পর্বে অংশগ্রহণ করবে। বিভাগীয় পর্যায়ের ফলাফল বিটিভির ওয়েবসাইটে (www.btv.gov.bd) পাওয়া যাবে।

বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থিদের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে অডিশনের তারিখ জানিয়ে দেওয়া হবে। অডিশনের জন্য ইয়েস কার্ড সঙ্গে আনতে হবে। এছাড়াও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত স্ক্রল থেকে জানা যাবে।

চূড়ান্ত বাছাই পর্বের বিজয়ীরা পরবর্তীতে পর্যায়ক্রমে সেরা দশ, গ্রুমিং ও ফাইনাল পর্বে অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, এক সময়ের তুমুল জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। অনুষ্ঠানটির হাত ধরে দেশের মিডিয়ায় প্রতিষ্ঠা পেয়েছেন অনেক শিল্পী। শুধু শিশু কিশোরদের অনুপ্রাণিত করেনি, বরং দেশের সাংস্কৃতিক অঙ্গনে বহু তারকার জন্ম দিয়েছে অনুষ্ঠানটি। দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠানটি আবারও শুরু হয়েছে।

মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে বিশুরু হয় ‘নতুন কুঁড়ি’। এরপর ২০০৬ সাল পর্যন্ত এই অনুষ্ঠানের সম্প্রচার চলে। এরপর আর্থিক সংকট, বেসরকারি চ্যানেলের উত্থান এবং গণমাধ্যম পরিস্থিতির পরিবর্তনের কারণে অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। ২০২০ সালে অনুষ্ঠানটি পুণরায় শুরু করার পরিকল্পনার খবর প্রকাশিত হলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সৌদি আরবে এক হচ্ছেন আমির, সালমান ও শাহরুখ খান

  বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও সফল ‘তিন খান’ শাহরুখ, সালমান ও আমির। তারা দুজন হয়ে একসঙ্গে সিনেমা করলেও তিনজনকে কখনো এক ফ্রেমে পাওয়া যায়নি। সে

বিস্তারিত »

বাগদান সারলেন তানজীব সারোয়ার

বাগদান সারলেন ‘দিল আমার’ ও ‘মেঘমিলন’ গানের মাধ্যমে সবার কাছে পরিচিত গায়ক তানজীব সারোয়ার। কনের নাম সাবা সানজিদা রহমান। বাগদানের খবরটি নিশ্চিত করেছেন তানজীব সারোয়ার

বিস্তারিত »

দীপিকার বদলে আলিয়া

বলিউডের জনপ্রিয় মেগাবাজেট সিনেমা ‘কাল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পেয়ে ভালোই ব্যবসা করেছিল। সেই সাফল্যে ছবিটির সিক্যুয়াল তৈরি হচ্ছে। তবে কাজ শুরুর আগে শুরু হয় নায়িকা

বিস্তারিত »

‘সোলজার’ লুকে হাজির শাকিব খান

নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান, যেটির নাম ‘সোলজার’। কিছুদিন আগেই অন্তর্জালে এসেছিল সিনেমাটির অ্যানাউন্সমেন্ট গ্লিম্পস, যা নিয়ে দর্শকদের উন্মাদনাও ছিল বেশ। আজ শুক্রবার

বিস্তারিত »

আবারও ফিল্মফেয়ারের মঞ্চ মাতাবেন শাহরুখ

  ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান হতে যাচ্ছে আজ (১১ অক্টোবর) ভারতের গুজরাটের আহমেদাবাদে। আর সেই অনুষ্ঠানে এ বছর আবারও উপস্থাপকের ভূমিকায় শাহরুখ খানকে দেখা যাবে।

বিস্তারিত »

বিয়ে করলেন ‘বিগ বস’ খ্যাত সারা খান!

সসুরাল সিমর কা’খ্যাত অভিনেত্রী সারা খান বিয়ে করেছেন অভিনেতা ও প্রযোজক কৃষ পাঠককে। এক বছর প্রেমের পর সোমবার (৬ অক্টোবর) আদালতে বিয়ে করেন তারা। এই

বিস্তারিত »

শিল্পা শেঠিকে সাড়ে ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ

দুই মাস আগে ৬০ কোটি টাকার জালিয়াতির মামলায় নাম ওঠে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এবং তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এই মামলাটি চলছে তদন্তও। এর

বিস্তারিত »

ট্রাম্পের হুমকিকে পাত্তাই দিচ্ছে না হলিউড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে পাত্তাই দিচ্ছে না হলিউড। মনে করা হচ্ছে শুল্ক সংক্রান্ত যে হুমকি তিনি দিয়েছেন তা কেবলই ফাঁকা আওয়াজ! গত সোমবার ট্রাম্প

বিস্তারিত »

একমঞ্চে গাইবেন জেমস ও পাকিস্তানের আলী আজমত

গত সপ্তাহে স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেহেরপুরে বাতিল হয়ে গেছে নগর বাউল জেমসের কনসার্ট। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ওঠে সমালোচনার ঝড়। এই আলোচনার মধ্যে

বিস্তারিত »