যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থ সবসময়ই সর্বোচ্চ প্রাধান্য পাবে। সোমবার প্রকাশিত বিবিসি বাংলা সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি ভারতের সঙ্গে সম্পর্ক, অন্তর্বর্তী সরকার এবং জাতীয় স্বার্থ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন।
তারেক রহমান সাক্ষাৎকারে বলেন, ‘সবার আগে বাংলাদেশ। কোনো দেশ বা কোনো রাজনৈতিক ইস্যু নয়, বিষয়টি হলো আমার দেশের মানুষের স্বার্থ। ওটাকে আমি ধরে রাখব এবং যা কিছু করতে পারব, তাই করব।’
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্নে তিনি বলেন, ‘আমরা আমাদের পানির হিস্যা চাই। আমার দেশের মানুষের ওপর আঘাত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। উদাহরণ হিসেবে ফেলানী হত্যাকাণ্ড উল্লেখ করেছি। আমাদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।’
তিনি আরও বলেন, ‘যদি কোনো দেশ বাংলাদেশের স্বৈরাচারকে আশ্রয় দিয়ে আমাদের জনগণকে বিপদে ফেলে, তাহলে আমাদের অবস্থান স্পষ্ট—আমরা আমাদের জনগণের সঙ্গে থাকব।’
সাক্ষাৎকারের প্রথম পর্ব সোমবার প্রকাশিত হয়। এই সাক্ষাৎকারে তারেক রহমান দেশের অভ্যন্তরীণ ও বহির্বিশ্ব সংক্রান্ত নীতি ও অবস্থান নিয়ে বিস্তারিত বক্তব্য দিয়েছেন।