শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ, ১৪৩২, ২৭ রজব, ১৪৪৭

আসিফ মাহমুদ : এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, ইসলামী আন্দোলন জোটে নেই

মুক্তি৭১ ডেস্ক

ইসলামী আন্দোলনের ১১ দলীয় জোটে না থাকা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।গত শুক্রবার (১৬ জানুয়ারি) দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জোট সম্পর্কে কথা বলতে গিয়ে এই কথা বলেন। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন উপস্থিত ছিলেন।

আসিফ বলেন, যে মূলনীতির ওপর ভিত্তি করে এই জোট গঠিত হয়েছে, আমরা তা নিয়ে বাংলাদেশের মানুষের কাছে যাব।

ইসলামী আন্দোলনসহ যেসব দল আমাদের এই মূলনীতিগুলোর সঙ্গে একমত হতে পারবেন, তারা এই ঐক্যে যুক্ত হওয়ার প্রত্যাশা থাকবে। ইসলামী আন্দোলন এই জোটে নেই, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা প্রত্যাশা করিনি এমন কিছু হবে। এনসিপি এই জোটের অংশ, শরিক হওয়ার আগে থেকেই ইসলামী আন্দোলন এই প্রক্রিয়ার অংশ ছিল।
আমাদের প্রত্যাশা ছিল যে আমরা সবাই একসঙ্গে এই নির্বাচনী বৈতরণী পার করব। তবে নানা কারণেই সেটা হচ্ছে না।তিনি আরও বলেন, তবে জোট সংক্রান্ত যেই লিয়াজোঁ কমিটি আছে, আমরা আলোচনা করছি এবং সামনে আলোচনার ভিত্তিতে সামনে আমাদের যে কর্মপন্থা সেটা আমরা নির্ধারণ করব।আসিফ বলেন, আজকে ময়মনসিংহ-১ আসনে একজন স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের ওপর বিএনপির প্রার্থীর অনুসারীরা হামলা করেছে।

আমরা ইতোপূর্বেও নির্বাচন কমিশনকে আমাদের শঙ্কার কথা, নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির শঙ্কার কথা জানিয়েছি। আজকেও আবার দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে একজন প্রার্থীর অনুসারীদের ওপর হামলা হচ্ছে। আরও বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই যে, বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে ফেলার এক ধরনের কার্যক্রমে বিএনপির স্থানীয় প্রার্থীরা জড়িত হয়েছে। একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অবশ্যই সব প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার, সব ভোটারদের ভোটাধিকার প্রয়োগের অধিকার নিশ্চিত করতে হবে এবং এই সংক্রান্ত যেই শঙ্কা জনমনে রয়েছে সেটা সেই শঙ্কা দূর করার জন্য সরকার এবং নির্বাচন কমিশনকে আরও কার্যকরভাবে মাঠ পর্যায়ে তাদের সক্রিয়তা দেখাতে হবে।তিনি আরও বলেন, দুদিন আগে নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির যিনি প্রার্থী আছেন আব্দুল্লাহ আল-আমিনকে হত্যা চেষ্টার একটি ঘটনা আমরা দেখেছি।
চেষ্টাকারীকে যখন স্থানীয় লোকজন আটক করে, তখন তার কাছ থেকে চাপাতি উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যারাই এই হত্যা চেষ্টা চালিয়েছে এবং এর পেছনের কারা জড়িত আছে, কাদের হাত আছে এটার এই রহস্য উন্মোচন করতে হবে এবং তাদের গ্রেপ্তার করে তাদের থেকে বের করতে হবে, যে কারা এই ঘটনা ঘটিয়েছে।আসিফ বলেন, অন্য কোনো প্রার্থী বা অন্য কোনো দল এই ঘটনার সঙ্গে জড়িত কিনা সেটা সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে স্পষ্ট করতে হবে। রাজনৈতিক দল হিসেবে এনসিপির প্রাথমিক চাওয়া প্রার্থীদের নিরাপত্তাটা। সব প্রার্থীর জন্য আমরা একটা নিরাপদ নির্বাচনী পরিবেশ চাই, স্বতন্ত্র প্রার্থী হোক কিংবা যে কোনো দলের প্রার্থী হোক। সেটা নিশ্চিত করার জন্য সরকারের এবং নির্বাচন কমিশনের সেই সদিচ্ছা আছে এটা নিশ্চিত করার জন্য আমি মনে করি যে নারায়ণগঞ্জে যেই ঘটনাটি ঘটেছে, সেটা সুষ্ঠু তদন্ত এবং সেটা জনগণের কাছে উন্মোচন করা প্রয়োজন যে কারা এর পেছনে রয়েছে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

ত্যাগ-সংযম-দৃঢ়তাকে স্মরণ খালেদা জিয়ার শোকসভায়

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় তার ত্যাগ, সংযম, উদারতা ও দৃঢ়তাপূর্ণ নেতৃত্বকে স্মরণ করেছেন বক্তারা। গত শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর

বিস্তারিত »

দেশ হতাশার অতল গহ্বরে তলিয়ে যেতে বসেছিল : ধর্ম উজ্জ্বল পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমীর খসরু

বিগত সময়ে রাষ্ট্রের ক্ষমতা বেড়ে যাওয়ায় জনগণ জিম্মি হয়ে গিয়েছিল। দেশ হতাশার অতল গহ্বরে তলিয়ে যেতে বসেছিল। তাই রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য

বিস্তারিত »

 সিলেট সফর থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনি

গত  শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারেক রহমান, ছবি: ভিডিও থেকে নেওয়া বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা

বিস্তারিত »

তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করবেন  সাংবাদিকদের সঙ্গে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীতে

বিস্তারিত »

চীনের রাষ্ট্রদূতের সাথে তারেক জিয়ার সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ

বিস্তারিত »

 অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে ক্ষমতায় গেলে : বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি ‘বাংলাদেশের অর্থনীতি খুব খারাপ জায়গায়

বিস্তারিত »

খালেদা জিয়া পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন: কাজী মনিরুজ্জামান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের পোশাকশিল্পের সত্যিকারের বন্ধু ছিলেন। সুযোগ-সুবিধা ও নগদ প্রণোদনা দিয়ে এ খাতের পথচলা সহজ করে দিয়েছিলেন। তার সময়েই দেশের পোশাক রপ্তানি

বিস্তারিত »

 ঐক্যের নেতাদের সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের নেতারা। গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত »

আজও বইছে ১০ জেলায় শৈত্যপ্রবাহ

একটানা সাতদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা

বিস্তারিত »