বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৭ কার্তিক, ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৭

গুলশান-বনানীতে নির্বাচনী হাওয়া

মুক্তি৭১ ডেস্ক

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই রাজধানীর অভিজাত এলাকা-গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্টজুড়ে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। ঢাকার ১৭ নম্বর আসনে ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা, চলছে প্রচারণা, উঠান বৈঠক আর জনসংযোগ।

গুলশান ১ ও ২ নম্বর এলাকায় ঘুরে দেখা গেছে, ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের সমর্থকরা ব্যস্ত সময় পার করছেন পোস্টার লাগানো ও গণসংযোগে। তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় তারা। পার্থের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘ঢাকা-১৭ আধুনিক নগরায়নের প্রতীক। এখানকার উন্নয়ন, নিরাপত্তা ও নাগরিক সুবিধার ধারাবাহিকতা বজায় রাখতে জনগণের পাশে থেকে কাজ করতে চাই।’

অন্যদিকে বিএনপি থেকে দুই সম্ভাব্য প্রার্থী কামাল জামান মোল্লা ও মাহমুদুল আলম সোহাগও নিজেদের অবস্থান জানান দিচ্ছেন মাঠে। কামাল জামান মোল্লা ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি দরিদ্র পরিবারে সহায়তা প্রদান, শিক্ষার্থীদের নিয়ে ছোট আকারের বৈঠক এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করছেন।

অপরদিকে মাহমুদুল আলম সোহাগ তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয় মুখ। তিনি বলছেন, ‘ঢাকা-১৭ শুধু উচ্চবিত্তের এলাকা নয়, এখানে শ্রমজীবী মানুষের জীবনও আছে। সবার অধিকার নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।’

এদিকে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী এসএম খালিদুজ্জামানও পিছিয়ে নেই। ক্যান্টনমেন্ট ও ভাষানটেক এলাকায় তার সমর্থকরা লিফলেট বিতরণ, মসজিদভিত্তিক প্রচারণা ও পারিবারিক বৈঠকের মাধ্যমে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই এমন সরব প্রচারণা ইঙ্গিত দিচ্ছে, এই আসনে লড়াই হবে হাড্ডাহাড্ডি। গুলশান ও বনানীর বিলাসবহুল আবাসিক এলাকা থেকে শুরু করে ভাষানটেকের মধ্যবিত্ত-নিম্নবিত্ত অঞ্চল পর্যন্ত নির্বাচনী কর্মতৎপরতা ছড়িয়ে পড়েছে সমানভাবে।

স্থানীয় এক বাসিন্দা জানান, প্রায় প্রতিদিনই কোনো না কোনো দলীয় কর্মী আমাদের বাসায় এসে প্রার্থীর পরিচিতি দিচ্ছেন। নির্বাচনী হাওয়া এখনই টের পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজধানীর এই আসনটি সব সময়ই মিডিয়া ও জনগণের দৃষ্টি আকর্ষণ করে। একদিকে উচ্চবিত্ত, প্রভাবশালী ব্যবসায়ী ও প্রবাসী ভোটারের উপস্থিতি; অন্যদিকে বিশালসংখ্যক তরুণ ভোটার-সব মিলিয়ে এই আসনে ভোটের সমীকরণ সব সময়ই আলাদা।

ফেব্রুয়ারির নির্বাচনের এখনো সময় আছে, কিন্তু রাজধানীর এই অভিজাত অঞ্চলে নির্বাচনের উত্তাপ আগেভাগেই ছড়িয়ে পড়েছে। গুলশান ১ ও ২-এর রাস্তায় রাস্তায় দেখা মিলছে পোস্টার, ব্যানার আর হাস্যোজ্জ্বল মুখের প্রার্থীদের। সময় যত এগোবে, ততই বাড়বে প্রচারণার তীব্রতা-এমনটাই মনে করছেন স্থানীয়রা।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি

বিস্তারিত »

রাষ্ট্র পরিচালনার নীতি নিতে হবে: আমীর খসরু

ঢাকায় বসে নয়, জনগণের রায় নিয়েই রাষ্ট্র পরিচালনার নীতি নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের

বিস্তারিত »

বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি : চট্টগ্রাম, নোয়াখালী সবখানে তিনি নেতা

মিষ্টি হাসিমাখা মায়াবি মুখাবয়বের অধিকারী রবিউল হোসেন ছিলেন ষাটের দশকের চট্টগ্রামের ছাত্র রাজনীতির একজন প্রিয়ভাজন নেতা। ষাটের শেষভাগে উদ্ভূত হয়ে তিনি নিজের জন্য আলাদা আসন

বিস্তারিত »

আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের প্রস্তাব দেবে ভারত? যা জানা গেল

৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত প্রেক্ষাপটের রাজনীতিতে আওয়ামী লীগের স্থান নেই। পতিত স্বৈরাচারী সরকারের অনেক নেতাই গেল বছর থেকেই পলাতক অবস্থানে আছেন। এমন পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে

বিস্তারিত »

নির্বাচনের দিকে এগিয়ে চলুন: মির্জা ফখরুল

দেশে চলমান জটিল পরিস্থিতি ও সংকট থেকে বেরিয়ে আসার দায়িত্ব সরকারেরই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে

বিস্তারিত »

দম-এ মেহজাবীন

নাটকে বিরতি দিয়ে ওটিটিতে নিয়মিত হয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এই অভিনেত্রী এখন পুরোপুরি চলচ্চিত্রে মনোনিবেশ করেছেন। সেই ধারাবাহিকতায় নতুন সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন মেহজাবীন। শোনা

বিস্তারিত »

শুনানি আজ হানিফসহ ৪ জনের অভিযোগ

জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি আজ।

বিস্তারিত »

সাভারে শিক্ষার্থীদের সংঘর্ষ, অগ্নিসংযোগ

ঢাকার সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। গত রোববার রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত বিরুলিয়া

বিস্তারিত »

সালমান খানকে নিষিদ্ধ ঘোষণা

বলিউড সুপারস্টার সালমান খান এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে মুখ ফসকে এমন কথা বললেন, যা নিয়ে তোলপাড় পাকিস্তানজুড়ে। বেলুচিস্তানকে ‘ভিন্ন দেশ’ হিসেবে

বিস্তারিত »