বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১৯ অগ্রহায়ণ, ১৪৩২, ১২ জমাদিউস সানি, ১৪৪৭

চীনে বিভিন্ন অভিযোগে এক সপ্তাহে ৩০ ‘খ্রিস্টান ধর্মাবলম্বী’ গ্রেপ্তার

মুক্তি৭১ ডেস্ক

চীনে বিভিন্ন অভিযোগে খ্রিষ্টান ধর্মাবলম্বী সন্দেহভাজন ধরপাকড় বেড়েছে। গত এক সপ্তাহে ৩০ জন খ্রিষ্টান ধর্মাবলম্বীকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বিবিসি জানায়, গত সপ্তাহে প্রার্থনা করতে গিয়ে নিখোঁজ হন একজন খ্রিষ্টান ধর্মযাজক। এরপরই গত শুক্রবার যুক্তরাষ্ট্রে বসবাসকারী গ্রেস জিন ড্রেক্সেল চীনে বসবাসকারী তার ধর্মযাজক বাবা জিন মিংগ্রির কাছ থেকে একটি বার্তা পান। ওই বার্তায় বলা হয়, তার মেয়ে যেন নিখোঁজ খ্রিষ্টান ধর্মযাজকের জন্য প্রার্থনা করে। এর কিছুক্ষণ পর গ্রেস জিন ড্রেক্সেলের কাছে তার মায়ের একটি ফোন আসে। মা তাকে ফোনে জানান তার বাবার সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না। মেয়ের আর বুঝতে বাকি রইল না তার বাবাও ওই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছেন। যে কারণে তার বাবাও এখন নিখোঁজ হয়ে পড়েছেন।

এক্ষেত্রে চীনে পাস হওয়া নতুন আইনের দিকে ইঙ্গিত করেছেন অনেকে। বলা হচ্ছে, এ আইন গির্জার গোপন কার্যকলাপ বন্ধ করতে এবং সাম্প্রতিক মাসগুলোতে গির্জার সদস্যদের ওপর কর্তৃপক্ষের চাপ বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।

নাস্তিক চীনা কমিউনিস্ট পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরও, চীনে উল্লেখযোগ্য খ্রিষ্টান জনসংখ্যা রয়েছে। সাম্প্রতিক সরকারি পরিসংখ্যান অনুসারে, প্রায় তিন কোটি ৮০ লাখ প্রোটেস্ট্যান্ট এবং প্রায় ৬০ লাখ ক্যাথলিক বসবাস করছেন দেশটিতে।

২০০৫ সাল এবং পরবর্তীতে ২০১৮ সালে, চীনা সরকার ধর্মীয় গোষ্ঠীগুলোর ওপর নিয়ন্ত্রণ কঠোর করে। এরপর ২০১৬ সালে, চীনা নেতা শি জিনপিং ধর্মের “জাতীয়করণ” করারও আহ্বান জানান।

২০১৮ সালের নিয়ম অনুসারে, জায়নের মতো ভূগর্ভস্থ গির্জাগুলো বিশেষভাবে প্রভাবিত হয়েছিল, যেখানে জনসমক্ষে উপাসনা করার জন্য সরকারের অনুমোদন প্রয়োজন ছিল। অনেকেই প্রকাশ্যে কার্যক্রম বন্ধ করে অনলাইন সেবা চালু করতে বাধ্য হন, অথবা পুরোপুরি বন্ধ করে দেন। পরবর্তী বছরগুলোতে বেশ কয়েকজন যাজককে গ্রেপ্তার এবং শাস্তি দেওয়ার ঘটনাও ঘটেছে। সাম্প্রতিক মাসগুলোতে, আবারও কঠোর হওয়ার বার্তা দিচ্ছে চীনা কর্তৃপক্ষ।

গত মে মাসে, আইনের বাস্তবায়নকে দুর্বল করা এবং কুসংস্কারাচ্ছন্ন কার্যকলাপ ব্যবহার করার অভিযোগে আটক করা হয়েছিল শি’আনের লাইট অব জিওন চার্চের যাজক গাও কোয়ানফুকে।

পরের মাসে শানসির লিনফেন গোল্ডেন ল্যাম্পস্ট্যান্ড চার্চের বেশ কয়েকজন সদস্যকে জালিয়াতির অভিযোগে বছরের পর বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল, যেখানে অধিকার গোষ্ঠীগুলো অন্যায়ভাবে দোষী সাব্যস্ত হয়েছিল বলে সমালোচনা হয়।

এরপর সেপ্টেম্বরে, ধর্মীয় কর্মীদের জন্য একটি নতুন অনলাইন আচরণবিধি ঘোষণা করে চীনা কর্তৃপক্ষ, যা শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত গোষ্ঠীগুলোকে অনলাইনে ধর্মোপদেশ পরিচালনার অনুমতি দেয়।

মিজ জিন ড্রেক্সেল বিবিসিকে বলেন, গত কয়েক মাসে, জিওন গির্জার সদস্যরাও পুলিশ অফিসারদের ক্রমবর্ধমান জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। গত শুক্রবার এবং শনিবার, চীনা কর্তৃপক্ষ বেইজিং এবং সাংহাইসহ কমপক্ষে ১০টি শহরে ব্যাপক অভিযান শুরু করেছে।

গির্জার তথ্য অনুসারে, গুয়াংজি প্রদেশের বেইহাই শহরে তার প্রধান ঘাঁটি থেকে জিনকে ধরে নিয়ে যাওয়া ছাড়াও অন্যান্য যাজক, নেতা এবং ধর্মসভার সদস্যদেরও গ্রেপ্তার করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত জিওন চার্চের একজন যাজক এবং মুখপাত্র শন লং বলেছেন, চীন জুড়ে দ্রুত ধর্মীয় নিপীড়নের একটি নতুন ঢেউ উঠছে। গির্জাগুলোকেও টার্গেট করা হয়েছে।

প্রতিক্রিয়া জানতে চাইলে লন্ডনে অবস্থিত চীনা দূতাবাসের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, আমরা জোর দিয়ে বলতে চাই যে চীনা নাগরিকরা আইন অনুসারে ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা উপভোগ করেন। তবে, সমস্ত ধর্মীয় গোষ্ঠীকে ধর্মীয় কার্যকলাপে চীনের আইন ও বিধি মেনে চলতে হবে।

এ সপ্তাহের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্যের প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, তারা তথাকথিত ধর্মীয় বিষয়গুলোতে চীনের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

অমুসলিম বিদেশি কর্মী ও কূটনীতিকদের জন্য নতুন দুটি নতুন মদের দোকান খোলার পরিকল্পনা করছে সৌদি আরব। এর মধ্যে একটি স্টোর রাষ্ট্রীয় তেল জায়ান্ট আরামকোতে কর্মরত

বিস্তারিত »

৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল,

গাজায় গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর ৪৪ দিনে কমপক্ষে ৪৯৭ দফা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। এতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। গাজার সরকারি মিডিয়া

বিস্তারিত »

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা সরকারি অচলাবস্থার অবসানে বিলে স্বাক্ষর

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ সময় ধরে চলা সরকারি অচলাবস্থার অবসানে বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে মার্কিন সরকারের কার্যক্রম পুনরায় চালু হতে আর কোনো

বিস্তারিত »

ভয়াবহ বিস্ফোরণ দিল্লির লালকেল্লার

ভারতের দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে পার্ক করা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন ও আরও ২৪ জন আহত হয়েছেন।

বিস্তারিত »

সুদানের এল-ফাশের থেকে ৬০ হাজারের বেশি মানুষ পালিয়েছে: জাতিসংঘ

জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, সুদানের আধাসামরিক বাহিনী আরএসএফ এর দখল করা এল-ফাশের শহর থেকে ৬০ হাজারের বেশি মানুষ পালিয়েছে। প্রায় ১৮-মাস ধরে অবরোধ, অনাহার

বিস্তারিত »

সুদ হার কমালো মার্কিন ফেডারেল

অর্থনৈতিক অনিশ্চয়তা ও সরকারি অচলাবস্থার (শাটডাউন) মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ গত বুধবার (২৯ অক্টোবর) এ বছর দ্বিতীয়বারের মতো সুদের হার কমিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাব ও

বিস্তারিত »

বন্দর বন্ধ রেখে অবৈধ পণ্য ও চোরাচালান ঠেকাতে গেলে ‘উল্টো ফল’ হবে

কোনো ধরনের পূর্বঘোষণা বা প্রস্তুতি ছাড়াই বেনাপোল স্থলবন্দর দিয়ে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে বাণিজ্যিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে

বিস্তারিত »

প্যারিসের ল্যুভর মিউজিয়ামে কীভাবে হলো দুঃসাহসী চুরি

  প্যারিসের ল্যুভর মিউজিয়ামে এত নিরাপত্তার মধ্যেও কীভাবে হলো দুঃসাহসী চুরি- এমন প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে। সেখানে কীসের ঘাটতি ছিল, চোরেরা কীভাবে ঢুকলো আর

বিস্তারিত »

মালয়েশিয়ায় পা রেখেই নেচে উঠলেন ট্রাম্প, ভিডিও ভাইরাল

মালয়েশিয়ায় পা রেখেই নেচে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে স্বাগত জানাতে কুয়ালালামপুর বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন একদল স্থানীয় শিল্পী। তাদের পরিবেশনা দেখতে দেখতেই হঠাৎ নেচে

বিস্তারিত »