সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২৮ পৌষ, ১৪৩২, ২২ রজব, ১৪৪৭

চায়না ইস্টার্ন এয়ারলাইন্সও চট্টগ্রামের এ বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছিল।

শাহ আমানতে ফিরছে ফ্লাই দুবাই, ফ্লাইট বাড়িয়েছে সালাম এয়ার

মুক্তি৭১ ডেস্ক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করার পর বছর ঘুরতেই ফের ফ্লাইট চালু করছে ফ্লাই দুবাই।

তাতে বন্দরনগরীর এই বিমানবন্দরে বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা।

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এই উড়োজাহাজ সংস্থা জানিয়েছে, নতুন পথচলায় এবার চট্টগ্রাম থেকে প্রতিদিন একটি করে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করবে তারা। আগামী ২৬ অক্টোবর থেকে আবারও ফ্লাই দুবাইয়ের ফ্লাইট শুরু হবে।

২০১১ সালে চট্টগ্রাম-দুবাই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করেছিল ফ্লাই দুবাই। এরপর ২০১৮ সালে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এক বছর পর ২০১৯ সালে আবার কার্যক্রম চালু করা হয়। কিন্তু যাত্রী সংকটের ‘কারণে’ গত বছর ১ সেপ্টেম্বর থেকে ফের ফ্লাইট পরিচালনা বন্ধের ঘোষণা দেয় এই এয়ারলাইন।

এরপর আবার নতুন করে ফ্লাইট চালুর এ সিদ্ধান্ত এল। এতদিন চট্টগ্রামে বন্ধ থাকলেও ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছিল ফ্লাই দুবাই।

এদিকে এ বছর ১৮ সেপ্টেম্বর থেকে ওমানভিত্তিক উড়োজাহাজ সংস্থা সালাম এয়ার শাহ আমানতে তাদের ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে। সপ্তাহে সাতটির পরিবর্তে তারা এখন দ্বিগুণ ফ্লাইট চালাচ্ছে।

নতুন করে এই দুই এয়ারলাইন্সের ফ্লাইট যোগ হওয়ায় চট্টগ্রাম রুটে যেমন আন্তর্জাতিক ফ্লাইট বেড়েছে, তেমনি যাত্রী পরিবহনে গতি বাড়ায় প্রাণচাঞ্চল্যও ফিরছে।

চায়না ইস্টার্ন এয়ারলাইন্সও এই বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছিল। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল।

মঙ্গলবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সালাম এয়ারের আগে সপ্তাহে ৭টি করে ফ্লাইট ছিল। ১৮ সেপ্টেম্বর থেকে তারা প্রতিদিন দুটি করে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করছে।

আর ফ্লাই দুবাই ২৬ অক্টোবর থেকে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে; সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করবে তারা।

“তবে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স আগ্রহ দেখালেও সেটি নিয়ে এখনো কাগজে-কলমে কিছু চূড়ান্ত হয়নি।”

এর আগে চট্টগ্রাম বিমানবন্দর থেকে বিভিন্ন সময় ফ্লাইট পরিচালনা কার্যক্রম গুটিয়ে নেয় ইতিহাদ এয়ারওয়েজ, থাই এয়ার, থাই স্মাইল এয়ার, ওমান এয়ার, ভারতভিত্তিক স্পাইস জেট, কুয়েতভিত্তিক জাজিরা এয়ারওয়েজ, মালিন্দো এয়ার, রোটানা এয়ার, হিমালয়ান এয়ার, রাস আল কাইমা (আরএকে) এয়ার, টাইগার এয়ারওয়েজ।

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

 সিলেট সফর থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনি

গত  শনিবার (১০ জানুয়ারি) ঢাকায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তারেক রহমান, ছবি: ভিডিও থেকে নেওয়া বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা

বিস্তারিত »

তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করবেন  সাংবাদিকদের সঙ্গে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী শনিবার দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বনানীতে

বিস্তারিত »

চীনের রাষ্ট্রদূতের সাথে তারেক জিয়ার সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গত বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ

বিস্তারিত »

অস্ট্রেলীয় হাইকমিশনার সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক আইন, সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি বজায় রাখার জন্য

বিস্তারিত »

 ঐক্যের নেতাদের সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাগরিক ঐক্যের নেতারা। গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত »

তারেক রহমানের নির্বাচনী প্রচারণা সিলেট নয়, বগুড়া দিয়ে শুরু

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র অনুযায়ী, সেখান থেকেই তিনি তার জীবনের প্রথম নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করতে

বিস্তারিত »

রুমিন ফারহানার : পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ

সরাইল উপজেলায় অরুয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলায় তার

বিস্তারিত »

চট্টগ্রামে ১২ জনের মনোনয়ন পত্র বাতিল নিয়ে নানা জল্পনা-কল্পনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের পাঁচটি আসনের ১২জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে, তাদের মধ্যে এমন কয়েকজন খুব

বিস্তারিত »

নিজ হাতে খালেদা জিয়াকে শায়িত করলেন তারেক রহমান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে সবার আগে নেমেছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিজ হাতে মাকে

বিস্তারিত »