পরিচালকদের ভোটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। সভাপতি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী, এনএসসি কোটায় ২ জন ও অন্য তিন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন।
নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত করা হয়। তবে এ বছর সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুল ছাড়া আর কেউ প্রার্থীতা না দেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বুলবুল এর আগে অন্তর্বর্তীকালীন সময়ে এনএসসি মনোনীত সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। এবার প্রথমবারের মতো আনুষ্ঠানিক নির্বাচনে অংশ নিয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হলেন তিনি।
বিসিবির সহসভাপতি হয়েছেন সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ।
গঠনতন্ত্র অনুযায়ী, ক্যাটাগরি–১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১০ জন পরিচালক, ক্যাটাগরি–২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং ক্যাটাগরি–৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার ও সরকারি প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন। এনএসসি কোটায় রয়েছেন ২ জন পরিচালক।
নির্বাচিত পরিচালকদের মধ্যে আছেন আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক রাজ, নাজমুল আবেদিন ফাহিম, রাহাত শামস, সাখাওয়াত হোসেন, হাসানুজ্জামানসহ অনেকে। সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট নির্বাচিত হয়েছেন ক্যাটাগরি–৩ থেকে।
বিসিবির নতুন সভাপতি হিসেবে শিগগিরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন আমিনুল ইসলাম বুলবুল।