শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ২৫ পৌষ, ১৪৩২, ১৯ রজব, ১৪৪৭

নির্বাচনের অনিশ্চয়তার মেঘ কেটে গেছে : মান্না

মুক্তি৭১ ডেস্ক

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন নিয়ে আগে যেখানে মানুষের মধ্যে সন্দেহ ও অনিশ্চয়তা ছিল, এখন তা কাটিয়ে ওঠা গেছে। নির্বাচনের অনিশ্চয়তার সেই মেঘ কেটে গেছে।

নির্বাচন যেন গ্রহণযোগ্য হয়, সে লক্ষে প্রচেষ্টা চলছে। দেশের সামনে এখন নির্বাচনের পথ স্পষ্ট হয়ে উঠেছে।

তিনি বলেন, নির্বাচন ছাড়া দেশের সামনে কোনো বিকল্প নেই। এখন যে পরিবেশ তৈরি হয়েছে, তাতে নির্বাচনই একমাত্র উপায়।

আজ সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত ‘আগামী নির্বাচন গুণমানসম্পন্ন ও সবার জন্য গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার, সংস্কার কমিশন ও পরে গঠিত ঐক্যবদ্ধ কমিশনকে ধৈর্য ধরে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাই। এতে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যে তীব্র দ্বন্দ্ব ছিল, তা কিছুটা কমেছে। নেতাদের মধ্যে ধীরে ধীরে একটি ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। পারস্পরিক আস্থার ব্যবধানও কিছুটা কমেছে। এখন আর দলগুলোর মধ্যে একঘরে মনোভাব নেই।

গণতন্ত্র মঞ্চ ও ঐক্যজোটের উদ্দেশের বিষয়ে মান্না বলেন, “তারা শুধু ক্ষমতার লোভে নয়, বরং দেশগত গুণগত পরিবর্তনের জন্য রাজনীতি করছেন। ”

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “গণভোটের বিষয়টি আলোচনায় থাকলেও পিআর প্রসঙ্গটি এখন আর আলোচনার কেন্দ্রে নেই। একই দিনে গণভোট ও নির্বাচন—এতে কোনো বাধা নেই। কেবল ভোটের সংখ্যা নয়, প্রার্থীদের কর্মসূচি, দৃষ্টি ও প্রস্তাবনাই নির্বাচনের গুণমান নির্ধারণ করবে। এখন ভোটাররা শুধু ‘মার্কা’ দেখে নয়, মানুষ দেখে ভোট দেবেন। ”

পুলিশ প্রশাসন প্রসঙ্গে মান্না বলেন, “পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা ও প্রয়োজনীয় সংস্কার দ্রুত কার্যকর করার ক্ষেত্রে সরকারের তৎপরতা ছিল না। শুরু থেকেই পুলিশকে যত্নসহকারে উদ্বুদ্ধ করা গেলে ১৩–১৪ মাসের মধ্যেই তাদের আত্মবিশ্বাস আরও দৃঢ় হতে পারতো। ”

তিনি সতর্ক করে বলেন, “রাজনৈতিক উত্তপ্ত আবহ ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে উসকে দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে। নির্বাচন যদি সুষ্ঠুভাবে না হয়, তবে জাতীয় নিরাপত্তার জন্য তা বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে।

বক্তব্যের শেষে মান্না বলেন, “রাজনীতিকে যেন রাজনীতির মতোই রাখা যায়, সে চেষ্টা অব্যাহত রাখতে হবে। ব্যালান্সিং ফ্যাক্টর হিসেবে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। ভবিষ্যতের দিকে জাতি এখন আশাবাদীভাবে তাকিয়ে আছে। ”

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নতুন করে সংশয় তৈরি হবে। ইসলামী দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে বামদলগুলোর মধ্যে নতুন জোট গঠনের প্রক্রিয়া চলছে। পুলিশের বর্তমান অবস্থায় মনোবল দুর্বল তাই নির্বাচনকালীন জেন জেনারেশন বা তরুণদের প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব পালনের সুযোগ দিলে ভোটের পরিবেশ আরও ভালো হবে।

বক্তারা আরও বলেন, নির্বাচন ভালোভাবে হলে দেশ টেকসই ও শান্তিপূর্ণ থাকবে। একই দিনে গণভোটের আয়োজনের বিষয়ে সবাই একমত হলেও, কোনো দল আপত্তি জানালে তা গভীর ষড়যন্ত্রের আশঙ্কা তৈরি হতে পারে। এখনো অনেক সংস্কার বাকি রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী সংস্কার হয়নি, আরপিও আইনেও কালো টাকা রোধের সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই।

তারা সতর্ক করে বলেন, “নিয়োগ, ঘুষ ও টেন্ডার বাণিজ্য চলমান থাকলে নির্বাচন কতটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে—তা নিয়েও সংশয় রয়েছে। কোনো উসকানিতে পা দেওয়া যাবে না। ”

আলেচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ

দিল্লি, আগরতলা, শিলিগুড়ির পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে পর্যটক ভিসা দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ। গত বুধবার (৭ জানুয়ারি) থেকে কলকাতা উপ-হাইকমিশনে পর্যটক ভিসা

বিস্তারিত »

আজও বইছে ১০ জেলায় শৈত্যপ্রবাহ

একটানা সাতদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা

বিস্তারিত »

সিইসির সঙ্গে আসিফের নেতৃত্বে এনসিপির বৈঠক বিকেলে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে

বিস্তারিত »

দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের অধিকার নির্বাচিত সরকারের

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ কিংবা বন্দর সংক্রান্ত যেকোনো দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল জনগণের ভোটে নির্বাচিত সরকারেরই থাকে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বিস্তারিত »

ভুটানকে ট্রানজিট দিয়ে

ট্রানজিট সুবিধায় প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আমদানি করা পণ্য নিয়ে যাচ্ছে ভুটান। সাড়ে ছয় টনের পরীক্ষামূলক চালানটি মঙ্গলবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম বন্দর থেকে

বিস্তারিত »

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্লট বরাদ্দে অনিয়মে রায় ২৭ নভেম্বর 

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রাষ্ট্র এবং আসামি পক্ষের

বিস্তারিত »

সংকট তৈরি করা হয়েছে: মির্জা ফখরুল

দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটা সংকট তৈরি করা হয়েছে, সেটা অপ্রয়োজনীয় সংকট। সেটার কোনো প্রয়োজন ছিল না।

বিস্তারিত »

গুলশান-বনানীতে নির্বাচনী হাওয়া

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার আগেই রাজধানীর অভিজাত এলাকা-গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্টজুড়ে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে।

বিস্তারিত »

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি

বিস্তারিত »