বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন, ১৪৩২, ১৬ রবিউস সানি, ১৪৪৭

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে নুর

হাসিনার গদি চ্যালেঞ্জ করে আন্দোলন করেছি, তখনো এমন হামলার শিকার হইনি

মুক্তি৭১ ডেস্ক

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার গদি চ্যালেঞ্জ করে আন্দোলন করেছি, তখনও আইনশৃঙ্খলা বাহিনীর এমন বর্বরোচিত হামলার শিকার হইনি। এবার যে হামলা হয়েছে, তা ছিল একটি টার্গেট অপারেশন—আমাদের টার্গেট করে অন্যদের বার্তা দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নুর বলেন, “আমি অন্যান্য রাজনৈতিক দল ও গণআন্দোলনের নেতাদের বলতে চাই—আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, তাহলে এই হামলার ঘটনায় যেই জড়িত থাকুক না কেন, যত বড় ক্ষমতাধর হোক না কেন, তাদের বিচারের মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে।”

তিনি আরও বলেন, “বিগত আওয়ামী লীগ সরকার একটি বিতর্কিত নির্বাচন করেছিল, তখন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা পরানো হয়েছিল, সাবেক এক প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়েছিলেন। এবারও যদি আমাদের ওপর হামলার বিচার না হয়, ভবিষ্যতে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।”

নুর অভিযোগ করে বলেন, “দুঃখজনকভাবে আমরা দেখছি, আগের মতোই তদন্ত কমিটি গঠন করা হয়েছে, মিটিং হচ্ছে, কিন্তু প্রতিবেদন আলোর মুখ দেখছে না। প্রায় ৩৫ দিন পার হয়ে গেছে, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন হলেও তাদের কর্মকাণ্ডে গাফিলতি স্পষ্ট।”

তিনি আরও বলেন, “আমরা সরকারকে সহযোগিতা করছি, কিন্তু কোনো সুবিধাভোগী নই। এখন দেশে নির্বাচন নিয়ে বিভাজন দেখা দিচ্ছে, পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। যদি বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন না হয়, দেশ আবারও সংকটে পড়বে।”

এক প্রশ্নের জবাবে নুর বলেন, “একটা দলের প্রধানকে এভাবে আক্রমণ করা হলে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে? সমঝোতার নির্বাচনে যাদের ইশারা দেওয়া হবে, তারাই নির্বিঘ্নে প্রচারণা চালাবে, আর যাদের সিগন্যাল দেওয়া হবে না, তাদের ওপর হামলা চালিয়ে মাঠ ছাড়তে বাধ্য করা হবে।”

তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে আমার ওপর হামলার ঘটনার তদন্ত ও জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশে সুষ্ঠু নির্বাচন হবে কি না তা নিয়ে বড় ধরনের সংশয় থেকে যাবে।”

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরুল হক নুর গুরুতর আহত হন। এতে তার মাথায় আঘাত লাগে এবং নাকের হাড় ভেঙে যায়। পরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

দুই আঞ্চলিক শক্তি, এক বিশ্বমোড়ল দেশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে: সালাহউদ্দিন

দেশের ওপর আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে বর্তমানে তিনটি বিদেশি শক্তি সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গত মঙ্গলবার (৭

বিস্তারিত »

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু

দল হিসেবে আওয়ামী লীগকে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে তদন্ত শুরু হয়েছে। গত মঙ্গলবার (৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন

বিস্তারিত »

গণভোটে জনগণ ‘জুলাই সনদের’ বিপক্ষে ভোট দিলে জামায়াতের আপত্তি নেই

জাতীয় সংসদ নির্বাচনের আগেই ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮

বিস্তারিত »

নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করতে ‌‘গভীর ষড়যন্ত্র’ চলছে : ফখরুল

গত মঙ্গলবার (৭ অক্টোবর) সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষ্যে ‘শিক্ষক মহাসমাবেশে’ তিনি এই আহ্বান জানান। বিএনপি-সমর্থিত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, অবসর বয়স

বিস্তারিত »

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আইনি পথ খোঁজা হচ্ছে

ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের পতনের মাস ছয়েক পর দলটি নিষিদ্ধের দাবিতে ঢাকায় ব্যাপক বিক্ষোভ হয়। এর জেরে বিভিন্ন

বিস্তারিত »

সবার আগে দেশের স্বার্থ: তারেক রহমান

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থ সবসময়ই সর্বোচ্চ প্রাধান্য পাবে। সোমবার প্রকাশিত বিবিসি বাংলা সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি ভারতের সঙ্গে

বিস্তারিত »

মেতেছে চট্টগ্রাম ফানুস উৎসবে

কোনোটাতে আবার বৌদ্ধ যুব সংগঠনের নাম। এ রকম নানা থিমের, বৈচিত্র্যময় নকশার ফানুস উড়েছে নন্দনকানন ডিসি হিল সংলগ্ন বৌদ্ধ মন্দির থেকে। ফানুসের আলোতে রঙিন হয়ে

বিস্তারিত »

ইসির একার পক্ষে নির্বাচন সামাল দেওয়া সম্ভব হবে না : সিইসি

জাতীয় নির্বাচন, জাতীয়ভাবেই করতে হবে। ইসির একার পক্ষে সবকিছু সামাল দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিস্তারিত »

নির্বাচনের অনিশ্চয়তার মেঘ কেটে গেছে : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন নিয়ে আগে যেখানে মানুষের মধ্যে সন্দেহ ও অনিশ্চয়তা ছিল, এখন তা কাটিয়ে ওঠা গেছে। নির্বাচনের অনিশ্চয়তার সেই

বিস্তারিত »