চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. ইরফান উদ্দিন (১৭) নামে এক কিশোর মারা গেছে। বৃহষ্পতিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার মধ্যম চরণদ্বীপ ফকিরাখালী তুফান আলী শাহের বাড়ির সামনের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইরফান ওই এলাকার মরহুম আবদুর রহমানের ছোট ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাড়ির সামনের পুকুরে ছোট একটি বাচ্চাসহ গোসল করতে নামে ইরফান। এ সময় পুকুরে ডুব দিয়ে অনেকক্ষণ হয়ে গেলেও ইরফান আর উঠেনি। পরে ছোট বাচ্চাটাকে পুকুর ঘাটে এক মহিলা দেখার পর জিজ্ঞেস করে একা এখানে কি করছো। বাচ্চাটি বিষয়টি ওই মহিলাকে জানালে তিনি চিৎকার করে অন্যদের ডেকে আনেন। এসময় বাড়ির লোকজন পুকুরে তল্লাশি চালিয়ে প্রায় এক ঘন্টা পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইরফানকে মৃত ঘোষণা করেন।