চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দক্ষিণ জ্যৈষ্ঠপুরায় আদর্শ ক্লাবের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শুরু হয়েছে বাসন্তী পূজা।
রোববার (১৪ এপ্রিল) ৫ দিনব্যাপী শুরু হওয়া এবারের পূজায় আয়োজন করা হয়েছে ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তীর।
এদিন পূজা উপলক্ষ্যে সকাল ৮ টায় বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এর উদ্বোধন করেন ব্যবসায়ী অদুল কান্তি চৌধুরী ও শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোকারম।
শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূজামণ্ডপে এসে শেষ হয়। ওইদিন সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় মহা ষষ্ঠী পূজা। মহা সপ্তমীতে সকালে মায়ের পূজা, চণ্ডীপাঠ, সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা সভা ও গ্রামের গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) বিসর্জনের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন উৎসব কমিটির সভাপতি প্রদীপ দাশ, সাধারণ সম্পাদক নির্মলেন্দু দে সুমন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক রনজিৎ চক্রবর্তী ছোটন।