চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ, চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান সহ সভাপতি, বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য ও বর্তমান কাউন্সিলর, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ আর নেই। শনিবার (৩০ মার্চ) সকাল ৯টার দিকে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না—- রাজেউন)। এর আগের দিন হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় সেখানে ভর্তি হন বরেণ্য এই সংগঠক।
তার বয়স হয়েছিল ৬০ বছর। ছিলেন ১ ছেলে ও ১ মেয়ের জনক।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন মো. ইউসুফ। দুই দিন আগে তার হার্টে ব্লক ধরা পড়ে। চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকেরা ইউসুফের হার্টে রিং পরিয়ে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখেন আইসিইউতে। সেখান থেকে আর ফিরে আসেননি তিনি। শনিবার সকালে না ফেরার দেশে পাড়ি দেন ইউসুফ।
শনিবার আসরের নামাজের পর চট্টগ্রাম নগরের মেহেদীবাগ সিডিএ জামে মসজিদে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে চট্টগ্রাম শহরের হজরত গরীবউল্লাহ শাহ (রহ.)-এর কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস এর সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি এস এম শহীদুল ইসলাম সহ জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি, কাউন্সিলরবৃন্দ ও সিডিএফএ নির্বাহী কমিটি ও কাউন্সিলরবৃন্দ ও চট্টগ্রাম জেলা ফুটবর রেফারি এসোসিয়েশন গভীর শোক প্রকাশ করত মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ্ তায়ালা’র দরবারে তাঁর বিদেহী নফ্সের মাগফিরাত কামনা করেন।
প্রসঙ্গত, দেশের ক্রীড়াঙ্গনে ভেজালের ভীড়ে একজন নিখাদ ক্রীড়া সংগঠক ছিলেন মোহাম্মদ ইউসুফ। সিজেকেএস’র সঙ্গে অনেক দিন ধরে ওতপ্রোতভাবে জড়িত তিনি। তাঁর মতো নিখাদ ক্রীড়া সংগঠক এখন বিরল। তিনি ক্রীড়াঙ্গনকে মনেপ্রাণে ভালবাসতেন। চট্টগ্রাম স্টেডিয়ামকে ‘সেকেন্ডহোম’ মনে করা যে ক’জন নিবেদিত ক্রীড়া সংগঠক আছেন তিনি ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। এককথায় যিনি ভালমানুষ হিসেবে সর্বজন পরিচিত।
চট্টগ্রাম মোহামেডানের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলেছেন, সেই সঙ্গে ছিলেন দলের কর্মকর্তাও। পরবর্তীতে বাংলাদেশ হকি ফেডারেশনে সদস্য ও যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ দেশের বাইরে থাকাবস্থায় তিনি ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘদিন। অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত হকি ফেডারেশনে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি হাসিমুখে কর্মকাণ্ড পরিচালনা করেছেন।
এছাড়াও তিনি চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা ক্রীড়া ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য ও বর্তমান কাউন্সিলর, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য নির্বাচিত হন।
নিবেদিতপ্রাণ সংগঠক সুন্দর ব্যবহারের জন্য ক্রীড়াঙ্গনে সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে স্টেডিয়াম পাড়ায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে মোহাম্মদ ইউসুফের মৃত্যুতে শনিবার (৩০ মার্চ) চলমান সিজেকেএস- ইস্পাহানী প্রিমিয়ার লিগের ম্যাচের ইনিংস বিরতির সময় এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শোক প্রকাশ করত মহান আল্লাহ্ তায়ালা’র দরবারে মরহুমের বিদেহী নফ্সের মাগফিরাত কামনা করেন। এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন, যুগ্ম সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন, নির্বাহী সদস্য সৈয়দ মো. তানসীর, সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী, কাউন্সিলর নোমান আল মাহমুদ, মকসুদুর রহমান, সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, এ এস এম সাইফুদ্দিন চৌধুরী, সরওয়ার আলম চৌধুরী মনি সহ আজকের ক্রিকেট ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।