চট্টগ্রামের বিশিষ্ট ক্রীড়া সংগঠক, এনএইচটি হোল্ডিংস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক, পাক্ষিক ক্রীড়া তরঙ্গ ও অনলাইন পোর্টাল পোট্রেট নিউজ২৪ এর ব্যবস্থাপনা পরিচালক, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র চট্টগ্রামের ক্রিকেট কমিটির কো-চেয়ারম্যান ও স্টেডিয়াম প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ তানসীর চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)’র নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
রোববার (১৭ মার্চ) এ উপলক্ষে পোর্ট সিটি সিনিয়র ক্লাবের উদ্যোগে এক সংবর্ধনা ও ইফতার মাহফিল পোর্ট সিটি সিনিয়র ক্লাব হল রুমে অনুষ্ঠিত হবে।
সংবর্ধনা সভায় সৈয়দ মোহাম্মদ তানসীর ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিজেকেএস’র সাবেক যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী।