চট্টগ্রামের ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার ২১নং খিরাম এবং ১৪নং নানুপুর ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অরুণ উদয় ত্রিপুরা।
এতে নানুপুরে ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মোহাম্মদ শফিউল আজম (বর্তমান চেয়ারম্যান) পেয়েছেন মোটরসাইকেল প্রতীক, মোহাম্মদ নুরুন্নবী রোশন পেয়েছেন আনারস প্রতীক, মো. রেজাউল ইসলাম রুবেল টেলিফোন এবং সৈয়দ বদরুদ্দোজা পেয়েছেন অটোরিকশা।
অন্যদিকে, খিরাম ইউনিয়নে মো. সোহরাব হোসেন (বর্তমান চেয়ারম্যান) পেয়েছেন আনারস, মোহাম্মদ শহিদুল আলম পেয়েছেন অটোরিকশা এবং মোহাম্মদ হাসান পেয়েছেন ঘোড়া প্রতীক।
এছাড়াও এদিন উভয় ইউনিয়নের ৮জন করে ১৬ জন সংরক্ষিত সদস্যদের প্রতীক এবং নানুপুরে ২৯ ও খিরামে ২৩ জন সাধারণ সদস্য পদের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
তবে প্রতীক বরাদ্দের আগে খিরামের এক চেয়ারম্যান প্রার্থী ও ৯ সদস্য পদপ্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অরুণ উদয় ত্রিপুরা বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামি ৯ মার্চ ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে প্রতীক বরাদ্দের পরপরই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা স্ব স্ব প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট কামনা করছেন। চোখে পড়ছে প্রতীক ও প্রার্থীদের ছবি সম্বলিত পোস্টার ব্যানারও। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নির্বাচনি প্রচারণা।