আইসিইউতে টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পৃথিবীর মায়া ছাড়লেন মো. ইমরান উদ্দিন আরমান (২৩) নামে এক যুবক। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে নগরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরমান চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ইউছুপ তালুকদার বাড়ির মুহাম্মদ বদিউল আলমের বড় ছোট ছেলে। পরিবারে দুই ভাই, এক ভাই বিদেশে থাকেন। মা বেঁচে নেই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন তিনি।
জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি পাহাড়ে বেড়াতে গিয়ে ফিরে আসার সময় কানুনগোপাড়া সড়কের পূর্ব গোমদণ্ডী হযরত আয়েশা সিদ্দিক (রা.) মাদ্রাসার সামনে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আরমানসহ ৪ আরোহী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহতদের মধ্যে ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।
আরমানের পারিবারিক সূত্রে জানা গেছে, অবস্থার অবনতি হতে থাকলে শুক্রবার রাতে চমেক হাসপাতাল থেকে আরমানকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরমান মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক দীপক দিওয়ান।