চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে বাড়ির ছাদ থেকে পড়ে ব্যবসায়ী আমজাদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ নগরপাড়া এলাকায় বাড়ির ছাদে কবুতর দেখাশোনা করার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকায় মুদির দোকানের ব্যবসা করতেন।
নিহতের ভাই আহমদ হোসেন ও স্বজনরা জানান, বাড়ির ছাদে কবুতর পোষতেন আমজাদ হোসেন। সন্ধ্যায় কবুতর দেখাশুনার জন্য ছাদে যান তিনি। এসময় কবুতরের বাসার দরজা বন্ধ করার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পা পিছলে নিচে পড়েন যান। এতে ভাই গুরুতর আহত হযন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।