চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে মো. সাকিব (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (২৯ জানুয়ারি) সকালে সাকিবের নিজের ঘর থেকেই তার লাশ উদ্ধার করে তার স্বজনরা। খবর পেয়ে চন্দনাইশ থানার দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল করে। প্রাথমিকভাবে সাকিব স্ত্রী সঙ্গে রাগ বা অভিমান করে আত্মহত্যা করছে বলে জানান পুলিশ।
সাকিব কুমিল্লার মুরাদনগর থানার দক্ষিণ বিলালপুর এলাকার মো. বাদশার ছেলে। পেশায় তিনি কাপড় ব্যবসায়ী ছিলেন। তারা বর্তমানে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড চাগাচর এলাকার ভাড়া বাসায় থাকেন।
নিহত মো. সাকিবের পিতা মো. বাদশা মিয়া জানান, সাকিব রোববার রাতে সবার সঙ্গে ভাত খেয়ে তার রুমে ঘুমিয়ে পড়েন। সোমবার সকাল ১১টায়ও ঘুম থেকে না উঠায় ও নাস্তা করার জন্য তার বাবা ডাকাডাকি করেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও ভেতর থেকে কোন সাড়া না পাওয়ায় জানালা দিয়ে দেখতে যান। এসময় তিনি সাকিবকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে তাকে নামানো হয়।
তাঁর বাবা আরও বলেন, এক বছর আগে চট্টগ্রাম শহর থেকে সাকিব প্রেম করে বিবাহ করে। প্রায় দুইমাস ধরে সাকিবের স্ত্রী বাপের বাড়ি রয়েছে।
ঘটনাস্থলে তদন্তকারী কর্মকর্তা দোহাজারী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাহ হোসেন জানান, সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন সাকিব। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। তাঁর স্ত্রী সঙ্গে সাকিবের পারিবারিক কলহ চলছিল বলে পারিবারিকভাবে জানা যায়। এসব কারণে বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন সাকিব। প্রাথমিকভাবে রাগ বা অভিমানের কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারে পক্ষে কোনো অভিযোগ নেই।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম জানান, নিহতের পরিবারের এ বিষয়ে কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।