শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র, ১৪৩২, ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭

‘এই বিদ্যালয়ের আলো বিকিরিত হবে হাজার বছর’

মোহাম্মদ রফিকুল ইসলাম, ফটিকছড়ি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া বলেছেন, এই শিক্ষার আলো বিকিরিত হবে শত বছর থেকে হাজার বছর। সূচিত হলো নতুন ইতিহাস। এটি নিছক একটি স্কুল উদ্বোধন নয়, এটা এলাকার সত্যিকার মানিকের প্রজ্জ্বলন অনুষ্ঠান। এটি এই জনপদে আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

শনিবার (২৭ জানুয়ারি) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ আন্দারমানিকে স্থাপিত আন্দারমানিক উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, আন্দারমানিক এলাকার জন্য আজ একটি ঐতিহাসিক মুহূর্ত। বিদ্যালয়টি উদ্বোধনের মধ্যদিয়ে এই এলাকায় নতুন করে একটা ইতিহাস রচিত হল। আমি মনে করি এটি নিছক একটি স্কুল উদ্বোধন নয়, আন্দার মানিক এলাকার সত্যিকার মানিকের প্রজ্জ্বলন অনুষ্ঠান। স্কুলবিহীন ৭/৮ বর্গ কিলোমিটারের মধ্যে এই উচ্চ বিদ্যালয়ের শুভ সূচনার মাধ্যমে সূচিত হলো নতুন ইতিহাস। স্কুলটি এই জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার মাধ্যমে এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি বলেন, এই শিক্ষার আলো বিকিরিত হবে শত বছর থেকে হাজার বছর ধরে এই প্রত্যাশা করি। আজকের এই গৌরব উজ্জ্বল মুহূর্তের অংশীদার হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভুজপুর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান চৌধুরী শিপন। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এমএ আব্দুল মান্নান, খায়রুল বশর, বীর মুক্তিযোদ্ধা বাবুল দে, এমএ মোমেন, মোহাম্মদ ইব্রাহিম সিকদার, আতাউল করিম, মোহাম্মদ ইলিয়াস মিয়া ও মোহাম্মদ ইলিয়াস সানি মুন্না।

অনুষ্ঠানে বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দৈনিক আজাদীর ফটিকছড়ি প্রতিনিধি মোহাম্মদ জিপন উদ্দিনসহ পাঁচজনকে সংবর্ধনা প্রদান করা হয়।

প্রসঙ্গত, পাহাড় টিলা বেষ্টিত প্রত্যন্ত একটি এলাকা। এলাকার জনগোষ্ঠীর শতকরা ৮০ জনের পেশা কৃষি। এ এলাকায় বসবাসরত বেশিরভাগই উপজাতি। প্রাথমিক শিক্ষা শেষে প্রায় ১২ কিলোমিটার পর্যন্ত দূরে গিয়ে উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতে হয়। এতদূর গিয়ে অনেকই লেখাপড়ার আগ্রহ হারিয়ে ফেলে। এ গুরুত্ব অনুধাবন করে এলাকার সচেতন মহল দীর্ঘদিন ধরে একটি স্কুল প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে আসছে। অবশেষে সেই স্বপ্নের স্কুল গড়ে উঠেছে।স্কুল গড়ে উঠা অঞ্চলটি হল চট্টগ্রামের ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চল হারুয়ালছড়ির আন্দার মানিক ও বড়বিল এলাকা।

স্থানীয় ও বিত্তবানদের দেয়া জমি, অনুদান এবং নানাজনের ঐকান্তিক প্রচেষ্টায় ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়ে এবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আন্দারমানিক উচ্চ বিদ্যালয়। এরই মধ্যে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে প্রায় শতাধিক শিক্ষার্থী। অতীতে উচ্চ বিদ্যালয় না থাকার কারণে ১০/১২ কিলোমিটার দূরে গিয়ে পড়তে হতো এসব শিক্ষার্থীকে। অতদূরে গিয়ে পড়ালেখা করা অনেকের পক্ষে সম্ভব হত না বলে শিক্ষার আলো থেকে তারা বঞ্চিত ছিল। বিদ্যালয়টি প্রতিষ্ঠার কারণে নাতিংগা পাড়া, ফটিকছড়ি ত্রিপুরা পাড়া, উজান পাড়া, খামার পাড়া, মাজার পাড়া, টিলা পাড়া, বৈদ্দের খামার, পিনপিনিয়া, ডেবিলি খুল, আনন্দ পুর, আছরের ডেবা, সন্ধিপনগর, আদর্শ গ্রাম, আন্দারমানিক, বেতুয়ার খিলের ছেলে-মেয়েরাসহ আশপাশের প্রায় ১৫ কিলোমিটারের ভিতরের শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা গ্রহণ করতে পারবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

জেন-জি আন্দোলন: নেপালের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের পদত্যাগ

নেপালে টানা বিক্ষোভ ও সহিংসতার মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এনডিটিভি ও এপি নিউজসহ আন্তর্জাতিক

বিস্তারিত »

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হলেন পূর্বকোণ সম্পাদক ডা. রমিজ

প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরীসহ ১২ জন বিশিষ্ট ব্যক্তি। সোমবার (২৮ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে

বিস্তারিত »

বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ বীর প্রতীক এর মৃত্যুতে গভীর

সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতে

বিস্তারিত »

বাঁশখালীর মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক সুভাষ আচার্য্য

ভারতে না গিয়ে যাঁরা গ্রামে অবস্থান করে বাঁশখালীতে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিলেন, তাঁদের মধ্যে সুভাষ আচার্য্য অন্যতম। তিনি সুলতান উল কবির চৌধুরীর সঙ্গে কাজ করতেন এবং

বিস্তারিত »

ষাটের দশকের ছাত্রনেতা ও বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল আলম

কাজী সিরাজুল আলম ষাটের দশকের শেষদিকে চট্টগ্রামের একজন বিশিষ্ট ছাত্রনেতা ছিলেন। ৬৯-৭০-এ তিনি ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত হয়ে উঠেন। তাঁর বাড়ি সীতাকুণ্ডে; তিনি সীতাকুণ্ডে ৬৯-এর

বিস্তারিত »

মুক্তিযুদ্ধ যাঁরা শুরু করেছিলেন তাঁরা চলে গেছেন, হারিছই আছেন একা

চট্টগ্রাম শহরে যাঁরা মুক্তিযুদ্ধ আরম্ভ করেছিলেন, তাঁরা চলে যাচ্ছেন। সাতজন ছিলেন তাঁরা, পাঁচজন ইতিমধ্যে তাঁদের প্রভুর ডাক পেয়ে এ গ্রহ ছেড়ে চলে গেছেন প্রভুর সন্নিধানে।

বিস্তারিত »

আলবিদা ২০২৪

২০০৭ সালে মুক্তি পাওয়া লাইফ ইন এ মেট্রো ছবির আলবিদা শিরোনামের গানের লাইন এটি। (উল্লেখ্য বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী জেমসের গাওয়া)। সত্যিই তো আর মাত্র

বিস্তারিত »

‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না’

সংস্কারের কারণে দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয়

বিস্তারিত »

সচিবালয়ে প্রবেশ: সাময়িক অসুবিধায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চায় সরকার

সচিবালয়ে প্রবেশ ইস্যুতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে সরকার। শনিবার (২৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভয়াবহ

বিস্তারিত »