চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্কের পাশে শীলকূপ ইউনিয়নের পাহাড়ের ঢালুতে নির্মাণাধীন অবৈধ ঘর ভেঙ্গে দিয়েছে বন বিভাগ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাঁশখালী থানা পুলিশের উপস্থিতিতে শীলকূপ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আশিঘর পাড়া এলাকায় ঘরটি গুড়িয়ে দেয় কর্মকর্তারা।
জানা যায়, কয়েকদিন আগে থেকে বসতঘর নির্মাণ করে আসছিল বরঘোনা ইউনিয়নের মোক্তার। মঙ্গলবার বনবিভাগ উচ্ছেদ করতে গেলে এসময় ঘরে থাকা মোক্তারের স্ত্রী ও স্থানীয়রা বাঁধা দেয়। এবং এ নিয়ে সংঘর্ষের বাঁধে। সংঘর্ষে বন বিভাগের কর্মকর্তা বিশু দাশ এবং স্থানীয় আয়েশা, নাছিমা, খালেদা, হাছিনা, নাছির ও ফরিদসহ সাত জন আহত হয়।
স্থানীয়দের অভিযোগ বন কর্মকর্তারা পূর্বে মোক্তারের কাছে থেকে অর্থের বিনিময়ে ঘর নির্মাণের অনুমতি দিয়েছিল। মোক্তারের স্ত্রী বলেন, ৭ মাস আগে রেঞ্জার সহ অন্যান্যরা ঘর বেঁধে দেয়ার কথা বলে পনের হাজার টাকা নেন।
ইকোপার্ক বন বিটের রেঞ্জ কর্মকর্তা ইস্রাফিল হক জানান, স্থানীয় ইসমাইল নামে এক সন্ত্রাসীর ছত্রছায়ায় মোক্তার পাহাড় কেটে বসতঘর নির্মাণ করেছে জেনে আমরা উচ্ছেদ করতে গেলে কৌশলে মহিলাদেরকে লেলিয়ে দেয়। এসময় তারা আমাদের কর্মীদের উপর আক্রমন করতে আসলে আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে একরাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে।
মহিলাদেরকে সরাতে গিয়ে কয়েকজন মহিলা সামান্য আঘাত প্রাপ্ত হয়েছে। মোক্তারের সাথে আমাদের অর্থ লেনদেনের ঘটনা সাজানো।
এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।