চট্টগ্রামের হাটহাজারীতে রিম্পা রানী শীল(২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি)বিকেল ৫টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের শীলপাড়া স্বামীর বসত ঘর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিম্পা ধলই ইউনিয়নের ৪নং ওয়ার্ড শীলপাড়া এলাকার সুমন কান্তি শীলের স্ত্রী ও ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের তটন শীলের কন্যা। তিনি ২ বছরের এক পুত্র সন্তানের জননী।
থানা ও পরিবার সুত্রে জানা যায়, গত ৩ বছর আগে পারিবারিকভাবে সুমনের সাথে রিম্পার বিবাহ হয়। তবে দীর্ঘদিন ধরে এ দম্পতির পারিবারিক কলহ চলছিল। বোরবার রাতে তুচ্ছ বিষয় নিয়ে স্ত্রী রিম্পা শীলকে সুমন শীল মারধর করে। কিন্তু আজ সোমবার দুপুরের দিকে তাদের ঘরের তীরের সঙ্গে ওড়না পেছানো অবস্থায় ঝুলন্ত দেখতে পায় রিম্পাকে। পরে থানা পুলিশকে খবর দিলেও পুলিশ আসার আগেই ঝুলন্ত লাশটি তারা নিচে নামিয়ে ফেলে।
পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে এনে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এদিকে নিহত রিম্পা শীলের বাবা তটন শীল দাবি করছেন, তার মেয়েকে নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।