চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্রসহ মো. আজগর আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার নাজিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. আজগর আলী নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের ডাইনজুরি এলাকার মৌলভী তৈয়বের বাড়ির মোহাম্মদ হোসেনের পুত্র।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের পুরাতন গেটের সামনে পাকা রাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী দুইনলা বন্দুক (এলজি), ২টি কার্তুজ উদ্ধার করা হয়।
ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ মীর মোহাম্মদ নুরুল হুদা ঘটনার বলেন, নাজিরহাট থেকে অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। মামলা রুজুর পর তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।