চট্টগ্রাম প্রেসক্লাব-সাইফপাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার ব্যাডমিন্টন মাস্টার্স/ষাটোর্ধ দ্বৈত, সত্তরোর্ধ্ব দ্বৈত, মিক্সড ডাবলস এবং সন্তানদের খেলা মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাইফেল ক্লাবে সম্পন্ন হয়েছে।
এতে ব্যাডমিন্টন সত্তরোর্ধ্ব দ্বৈতে নির্মল চন্দ্র দাশ-জালালউদ্দিন আহমেদ চৌধুরী জুটি চ্যাম্পিয়ন হয়েছেন এবং পংকজ দস্তিদার-দেবপ্রসাদ দাশ দেবু জুটি রানারআপ হয়েছেন।
মাস্টার্স/ষাটোর্ধ দ্বৈতে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছেন জসিম চৌধুরী সুবজ-শওকত ওসমান এবং দেবাশীষ বড়ুয়া দেবু-তাপস বড়ুয়া রুমু।
মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন দেবাশীষ বড়ুয়া দেবু-মনিকা রাধা এবং রানার আপ হয়েছেন মোহাম্মদ ফারুক-শাহনাজ ফারুক জুটি।
সন্তানদের ব্যাডমিন্টন উন্মুক্ত ছেলেদের খেলায় তাহমিদুল আলম চৌধুরী-শাফকাত আবরার জুটি চ্যাম্পিয়ন এবং অনাবিল বড়ুয়া-আবরার হোসেন জুটি রানার আপ হয়েছেন।
মেয়েদের ইভেন্টে অপরাজিতা বড়ুয়া-শানজা তাবাসসুম জুটি চ্যাম্পিয়ন এবং মালিহা তুজ সাদিয়া-ঐশিকা ভৌমিক রানার আপ হয়েছেন।
খেলা পরিচালনায় ছিলেন প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় মোরশেদ খান, ক্রীড়া উপ কমিটির সদস্য এ জেড এম হায়দার, জাকির হোসেন লুলু, সাইফুল্লাহ্ চৌধুরী, গোলাম মাওলা মুরাদ, সুলতান মাহমুদ সেলিম এবং রনি দত্ত।
এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম এবং সিনিয়র সাংবাদিক এম নাসিরুল হক প্রমুখ।