রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র, ১৪৩২, ২৯ সফর, ১৪৪৭

৭ জানুয়ারি আবদুচ ছালামকে নির্বাচিত করে চমক দেখাতে চাই

এক সাথে হাত তুলে আবদুচ ছালামকে সমর্থন জানাচ্ছেন মহানগর আওয়ামী লীগ, ওয়ার্ড কাউন্সিলর ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

মুক্তি ৭১ প্রতিবেদক

চট্টগ্রামে বড় বড় প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করে আবদুচ ছালাম তার উদাহরণ সৃষ্টি করেছেন। চান্দগাঁও-পাঁচলাইশ বোয়াখালীবাসী নয়, সমগ্র দক্ষিণ চট্টগ্রাম ও জাতীয় গুরুত্বপূর্ণ কালুরঘাট সেতুকে বহুমূখী ও আধুনিকীকরণের স্বপ্ন আবদুচ ছালামের হাত ধরে বাস্তবায়ন হতে পারে, কারণ বড় প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা রয়েছে এ নেতার। এ সুযোগ কাজে লাগাতে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে কেটলী মার্কায় আবদুচ ছালামকে এমপি নির্বাচিত করে শহর গ্রাম সবখানে উন্নয়নে চমক দেখাতে চাই।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-পাঁচলাইশ-বোয়ালখালী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের সমর্থনে চান্দগাঁও সিএন্ডবিস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, আবদুচ ছালাম চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর যোগ্য শিষ্য। তিনি স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়ন করেন। সিডিএ’র চেয়ারম্যান পদে থেকে উন্নয়নের মাধ্যমে মাত্র ১০ বছরে তিনি চট্টগ্রামের চেহারা পাল্টে দিয়েছেন। দক্ষতা, কর্মনিষ্ঠা ও সততা থাকলে অনেক অসাধ্য কাজ সহজে সম্পন্ন করা যায়- চট্টগ্রামে বড় বড় প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করে আবদুচ ছালাম তার উদাহরণ সৃষ্টি করেছেন। জনগণের আগ্রহের প্রতি সম্মান জানাতে আবদুচ ছালাম চট্টগ্রাম-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী না থাকায়, মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামের কেটলি মার্কার পক্ষে অবস্থান নিয়েছি।

তারা আরও বলেন, আমরা জানি চান্দগাঁও-পাঁচলাইশ বোয়াখালীর মানুষ নয় শুধু সমগ্র দক্ষিণ চট্টগ্রাম ও জাতীয় গুরুত্বপূর্ণ কালুরঘাট সেতুকে বহুমূখী ও আধুনিককরণের বিষয়টি দীর্ঘদিনের কাঙ্খিত বিষয় এখানে রয়েছে। স্বপ্ন বাস্তবায়নের কারিগর আবদুচ ছালামের হাত ধরে এ আকাঙ্খা পূরণ হতে পারে, বড় প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা তাঁর আছে।

নেতৃবৃন্দ বলেন, আমরা মনে করি, তার কাছে জনগণের প্রত্যাশাতো আছেই, তার চেয়েও বড় কথা তাঁর নিরলস পরিশ্রম মেধায় চট্টগ্রামবাসী ও জননেত্রী শেখ হাসিনার কর্মী তথা কিছু মানুষের ভাষায় কামলা খাটার মাধ্যমে চট্টগ্রামে ফ্লাইওভার, আউটা রিং রোড, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, আধুনিক সৈকত, জলাবদ্ধতা নিরসন মেগা প্রকল্পসহ শহরে অভ্যন্তরীণ সড়ক উন্নয়ন ও প্রশস্তকরন ও নতুন সড়ক নির্মান, আধুনিক বাজার ব্যবস্থাপনা, আবাসন, শিক্ষা, চিকিৎসা ও প্রযুক্তিখাতে ব্যাপক কর্মযজ্ঞের মধ্য দিয়ে একটি বদলে যাওয়া চট্টগ্রাম উপহার দেয়ার স্বীকৃতি ও প্রতিদান দেওয়ার সুযোগ আমাদের হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে কেটলী মার্কায় কর্মবীর আবদুচ ছালামকে এমপি নির্বাচিত করে শহর গ্রাম সবখানে উন্নয়নে চমক দেখতে চাই।

সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, শফিক আদনান, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, মহানগর শ্রমিকলীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান, নুর মোহাম্মদ নুরু, এস এস আনোয়ার মির্জা, কাউন্সিলর শফিকুল ইসলাম, কাজী নুরুল আমিন মামুন, এম আশরাফুল আলম, মোবারক আলী, এসরারুল হক, মহিলা কাউন্সিলর জেসমীন আক্তার জেসি, ফেরদৌস বেগম মুন্নি।

পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামশুল আলমের সভাপতিত্বে ও চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন নিজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সভাপতি মাহাবুবুল হক সুমন, আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সংসদের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মহানগর যুবলীগ নেতা নুরুল আনোয়ার, ইশতেয়াক আহমদ চৌধুরী, এজেএম মহিউদ্দিন রনি, মোহাম্মদ তুষার, ইমতিয়াজ তুষার, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মনোয়ার জাহান মনি, আজাদ খান অভি, দেবাশীষ আচার্য, তোসাদ্দেক নুর চৌধুরী তপু, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, নোমান চৌধুরী, আমির হোসেন সোহাগ, শহীদুল্লাহ বাবলু, হাসান আলভী, আশীষ সরকার নয়ন, শহীদুল আলম, রাশেদুল ইসলাম বাবু, মোস্তাফা কামাল, মামুনুর রশিদ, ফয়সাল খান শিফাত, মিনহাজ উদ্দিন প্রমুখ।

সভাশেষে সংসদ সদস্য প্রার্থী আবদুচ ছালাম সবাইকে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে কেটলি মার্কায় ভোট প্রার্থনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য মনোনীত হলেন পূর্বকোণ সম্পাদক ডা. রমিজ

প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরীসহ ১২ জন বিশিষ্ট ব্যক্তি। সোমবার (২৮ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে

বিস্তারিত »

বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ বীর প্রতীক এর মৃত্যুতে গভীর

সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের আবাসিক কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতে

বিস্তারিত »

ফারুক-ই-আজম বীর প্রতীক : জাতীয় বীর থেকে জাতীয় উপদেষ্টা

৭১-এর ১৫ আগস্ট রাতে চট্টগ্রাম বন্দরে কেয়ামত নেমে এসেছিলো। সে রাতে মুক্তিবাহিনীর নৌ কমান্ডোরা বন্দরে অবস্থানরত পাকিস্তানি জাহাজগুলিতে মাইন লাগিয়েছিলো এবং বিকট শব্দে সেগুলি একের

বিস্তারিত »

আলবিদা ২০২৪

২০০৭ সালে মুক্তি পাওয়া লাইফ ইন এ মেট্রো ছবির আলবিদা শিরোনামের গানের লাইন এটি। (উল্লেখ্য বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী জেমসের গাওয়া)। সত্যিই তো আর মাত্র

বিস্তারিত »

‘দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না’

সংস্কারের কারণে দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয়

বিস্তারিত »

সচিবালয়ে প্রবেশ: সাময়িক অসুবিধায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চায় সরকার

সচিবালয়ে প্রবেশ ইস্যুতে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে সরকার। শনিবার (২৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভয়াবহ

বিস্তারিত »

স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ গৃহবধূ নাজমা আর নেই

চন্দনাইশে স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ গৃহবধূ নাজমা মারা গেছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমা মারা যায়

বিস্তারিত »

হাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলব

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সেই সঙ্গে

বিস্তারিত »

জয় বাংলা’ জাতীয় স্লোগানের রায় স্থগিত

২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছিল হাই কোর্ট। ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় স্থগিত

বিস্তারিত »